আমাদের কথা খুঁজে নিন

   

Smoking



আমরা বাঙ্গালী জাতী। বড়দের সম্মান করা আমাদের একটি বৈশিষ্ঠ। কিন্তু আজকাল সেটি মনে হয় না। কিছুদিন আগে আমি যখন বাড়ি ফিরছিলাম তখন দুটি স্কুল ছাত্রকে একিট রেষ্ট্রুরেন্ট থেকে স্কুল পোসাক পরিধান অবস্থায় ধুমপান করতে দেখে অবাক হই। আমাদের মত দেশে এরকমটি দেখে আমি কিছুটা অবাক হই।

যাদের বয়স সর্বসাকুল্লে ১২ থেকে ১৫ বছর বয়স। আমরা এদেরই ভাই কিংবা আত্তিয়। আমরা এগুলি দেখেও না দেখার ভান ধরি কারন তাদের সাথে কথা বলতে ইচ্ছুক না আমরা। আমরা নিজে বাচলে বাপের নাম নেই, সেক্ষেত্রে তাদের বোঝাই কি করে। কাওকে আবার কিছু বলতে গেলে তাদের পাকনা পাকনা কটুক্তি আমাদের মনকে বিসন্ন করে।

আমাদের উচিত আমাদের আসে পাসের সবাইকে নিয়ে সামাজিক আন্দোলনের মাধ্যমে সরকার এবং আমাদের ভাই এবং আত্তিয়দের ভালো পথে আনা। সুধু তাদের নয় বড়দের ধুমপানের বিষয়ে আমাদের কিছু একটি করা দরকার। তানা হলে যেমন তেমন থেকে যাবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।