আমাদের কথা খুঁজে নিন

   

মোড়ল মিয়ার পেট



মোড়ল যাবে বিয়ে বাড়ী সঙ্গে যাবে নাতি, ডান হাতে তার বেতের লাঠি বাঁ বগলে ছাতি। সুরমা চোখে,চশমা পরে আতর মেখে গাঁয়, ছুটছে মোড়ল দাওয়াত খেতে চটি জুতো পায়। বলছে নাতি মোড়ল দাদু আর কতদুর গাঁ? তোমার সাথে হাটতে আমার ধরছে ভীষণ পা। ঐ দেখা যায় রসুলপুর খালের উপর নাও, নাও পেরুলেই বিয়ে বাড়ী সবুজ ঘেরা গাঁও। অবশেষে পৌছে মোড়ল বিয়ে বাড়ি গেট, গেটের ফাঁকে আটকা পড়ে মোড়ল মিয়ার পেট। পেটের চাপে মরবে মোড়ল একটু হলেই লেট, শোর পড়ে যায় বিয়ে বাড়ির ভাঙ্গতে হবে গেট।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।