আমাদের কথা খুঁজে নিন

   

বুঁনো পশ্চিমের পথে ১ : সূচনা পর্ব



প্রথমেই বলে নিচ্ছি যে এটাই আমার প্রথম ভ্রমন কাহিনী, আর তাই লেখাটি আগোছালো হওয়াই স্বাভাবিক। সেজন্য আমি আন্তরিকভাবেই ক্ষমা প্রার্থী। যাক, ভনিতা না করে সরাসরি মূল ঘটনায় চলে যাই। এই ভ্রমন কাহিনীর পাত্র-পাত্রী আমরা ৫ জন - আমি নিজে, আমার এক সময়ের বান্ধবী ( বর্তমানে স্ত্রী ), এবং আমর অনুজ প্রতিম তিন অর্বাচীন ছোঁকড়া। আমরা ঠিক করেছি যে বুঁনো পশ্চিমে একটু ঢুঁ মারব।

ওয়েস্টার্ন ছবিগুলোতে আমরা যে বুঁনো পশ্চিমকে দেখি তা চিত্রায়িত হয় মূলত ইউটাহ এবং আরিজোনা তে। আর এ দুটি স্টেটে যাওয়ার জন্য সুবিধাজনক বিমানবন্দর হলো লাস ভেগাস, যা কিনা তৃতীয় আরেকটি স্টেট নেভাদাতে অবস্হিত! আর তাই আমাদের যাত্রার প্রথম গন্তব্য হলো লাস ভেগাস। বিমানে করে লাস ভেগাস, সেখান থেকে গাড়ি ভাড়া করে পর্যায়েক্রমে ইউটাহ এবং আরিজোনাতে ড্রাইভ করে ঘোরাঘুরি করা। আমাদের এই বুঁনো পশ্চিম ভ্রমনের মূল আকর্ষন তিনটি - ১) লাস ভেগাসের চোখ ধাঁধান ক্যাসিনোগুলো, ২) জায়ন ন্যাশনাল পার্ক, এবং ৩) বিশ্ববিখ্যাত গ্র্যান্ড ক্যানিয়ন। এই তিনটি মূল আকর্ষন নিয়ে পর্যায়েক্রমে তিনটি আলাদা পোষ্ট দেবার ইচ্ছা আছে।

আগামি কালকে বেরিয়ে যাচ্ছি লাস ভেগাসের বিমান ধরার উদ্দশ্যে। ফিরে আসব সোমবারে। মজার ব্যাপার হলো আমরা ৫ জন একই গন্তব্যে পৌছুলেও আমাদের যাত্রার শুরুটা কিন্তু আমেরিকার ৫টি ভিন্ন স্টেট থেকে - আমি উড়াল দেবো ওয়াশিংটন ডিসি থেকে, আমার স্ত্রী ভার্জিনিয়া থেকে, এবং তিন অর্বাচীন বালকের একজন হিউস্টোন ( টেক্সাস ), একজন ইনডিয়ানাপোলিস ( ইনডিয়ানা ) ও একজন মিনয়েপোলিস ( মিনেসোটা ) থেকে। যদি সুস্হ স্বাভাবিকভাবে ফিরে আসতে পারি তবে প্রতিশ্রুতি মতো লেখা গুলো পোষ্ট করে দেবো ( যদি গ্র্যান্ড ক্যানিয়নের গ্র্যান্ড খাঁদে পড়ে গ্র্যান্ড সমাধি না হয় )। আর অবশ্যই সাথে থাকবে একগাদা ছবি কেননা প্রিয় Pentax Digital SLR ক্যামেরাটিও হবে আমার সফর সাথী।

তবে যাবার আগে এই পোষ্টটিকে একটু আকর্ষনিও করে যাচ্ছি - কিছু ছবি দিয়ে যাচ্ছি। লাস ভেগাসের যে হোটেলে আমরা থাকব সেই হোটেলের ছবি। হোটেলটির নাম লুক্সোর ( দেখতে পিরামিডের মত )। এর সাথে আরও ৩টি হোটেলের ছবি দিচ্ছি - একটি ছবি হোটেল এক্সক্যালিবারের, আরেকটি হোটেল নিউ ইয়র্কের, এবং শেষটি মন্টে কার্লো হোটেলের সম্মুখভাগের। এই ছবিগুলো আগেরবার লাস ভেগাসে গিয়ে তুলেছিলাম।

একথা বলাই বাহুল্য যে লাস ভেগাসের প্রতিটি হোটেলেই একটি করে ক্যাসিনো আছে, তবে সেসব নিয়ে ফিরে আসার পর লেখব। সবশেষে আমাদের ট্রিপের একটি ম্যাপ দিলাম। ভ্রমনের শুরু লাস ভেগাস ( নেভাদা ) থেকে, সেখান থেকে জায়ন ন্যাশনাল পার্ক ( ইউটাহ ), তারপর গ্র্যান্ড ক্যানিয়নের উত্তর তীর ( ইউটাহ ), তারপর গ্র্যান্ড ক্যানিয়নের পশ্চিম তীর ( আরিজোনা ), এবং সবশেষে আবার লাস ভেগাসে ফেরত আসব।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।