আমাদের কথা খুঁজে নিন

   

চান্কু জ্যাডার হেপ্পি বাড্ডে...হিপ হিপ হুর্রেহ...

ইতিহাস বারবার ফিরে আসে...
ইদানীং নাকি জ্যাডার রাইতে ঘুম হয়না । যখন তখন চান্তেকের নযর পড়ে চোখের উপরে..কি জমানা আসলো, চান্তেকের আলোয় মুমবাত্তি সুন্দর হবার মত রুমান্তিকতা ভর করে কান্ধে... আমি সেই জ্যাডার কথা বলছি, যেই জ্যাডা দু:খ পায়না, আফসুস খায়.. আমি সেই জ্যাডার কথা বলছি, যেই জ্যাডা বদমাইশদের ঠাশ কইরা গুল্লি না কইরা ঢিসুম ঢুসুম কইরা আফসুস খাওয়ায়.. যখন ব্লগে কোনো মজা নাই, তখন জ্যাডার এক পোষ্টেই সব মনমরা ভাব কাইটা গিয়া ঝলমলে ভাব চইলা আসে আর সব জ্যাডা-জ্যাডীরা আড্ডা মারে... জ্যাডা, তুমি এইরকম কইরা আমাদের সাথে আড্ডা দিয়া যাও, সব মজার মজার পোষ্ট লেখো, যেগুলা পইড়া আমাদের মন ভালো হইয়া যায় প্রতিনিয়ত... শুভ জন্মদিন জ্যাডা।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।