আমাদের কথা খুঁজে নিন

   

ICCIT তে পাঠালাম আমার থিসিস পেপার



আজ ICCIT তে থিসিস পেপার পাঠালাম। টপিক- A Multiple Protein Sequence Alignment Using Progressive and Iterative Approaches. বেশ হালকা লাগছে। অনেকদিন ধরে অনেক খেঁটেখুঁটে তৈরী করলাম। জানি না পাবলিশ হবে কিনা। এই প্রথম কোনো জার্নালে এধরণের রিসার্স পেপার পাঠানো।

তার উপর আবার, আমার আর আমার গ্রুপমেট দুজনের কারোরই SSC বা HSC-তে বায়োলজি ছিলো না। আমার তো রীতিমতো ঘেন্না ধ’রে গেছিলো নাইনে দুইদিন ক্লাস ক’রে। তারপর বহুত কষ্টে পাল্টে কম্পিউটার নিয়েছিলাম ফোর্থ সাবজেক্ট। আর কেমন কপাল, থিসিস করতে হচ্ছে সেই কম্পিউটেশনাল বায়োলজি নিয়ে। প্র্রোটিন, প্রোটিন সিকুয়েন্স, অ্যালাইনমেন্ট আরো কতো কিছুই পড়তে হলো।

আমরা মোটামুটি আশাবাদী। দ্যাখা যাক কী হয়। অপেক্ষায় আছি। [ কেউ বিরক্ত হবেন না, প্লিজ। পাঠিয়েই অনেক ভালো লাগছে (পাবলিশ হলে না জানি কী হবে) তাই শেয়ার ক'রে ফেললাম]


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.