কি লিখবো আর নিজেকে নিয়ে
প্রেম ভালবাসা .......। কেউ বলে পবিত্র, কেউ বলে তার আগমন স্বর্গ হতে। কেউ বা মনে করে এরি মাঝে নিহিত আছে জীবনের সকল সুখ আর শান্তি!! ভালবাসার মর্ম কি? ভালবেসে একসাথে জীবন যাপন করা? সুখ দুখের সাথী হওয়া? কিন্তু সবাই কি ভালবেসে সুখি হতে পারে? সব ভালবাসা কি পূর্ণতা পায়? আমি অনেক কিছুই বুঝি কিন্তু কিছুই বুঝতে পারছি না। তবে কিছু কথার মিল খুজে পেলাম বাপ্পা মজুমদারের গাওয়া এই গানটাতে
সব হ্রদয়ে প্রেম থাকে না,
সব প্রেমের মিলন হয় না।
সব মিলনে সুখ হয় না,
সুখ হয়না, সুখ হয়না।
সব কথা কি গান হয়ে যায়?
সব গানে কি মন কাড়া যায়?
সব মনে তো ভালবাসা হয় না
ভালবাসা হয় না।
সব হ্রদয়ে প্রেম থাকে না,
সব প্রেমের মিলন হয় না।
সব ফুলে কি মালা গাধা যায়?
সব মালা কি বাসর সাজায়?
সব বাসরে ভালবাসায় হয় না,
ভালবাসা হয় না।
ভালবাসা কখনো হারিয়ে যায় না। যেতে পারে না।
মানুষ গুলো হারিয়ে যায়, সরে যায়, আড়াল হয়ে যায়। তবুও ভালবাসা বেচে থাকে চিরজনম। কারও বুকে কষ্টের পাহাড় হয়ে, কারও চোখে কান্নার জল হয়ে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।