আমাদের কথা খুঁজে নিন

   

মিলন :



দূরের অনেক পথ পেরিয়ে আজ আমরা এক অজানা মোহনায় এসে, দাঁড়িয়েছি । একই সুরে বাঁধা চেতনার চিন্তা ক্রমশ: প্রভাব বিস্তার করে চলছে আমাদের মাঝে । মাঝ খানে ইটের শক্ত দেত্তয়াল, মিলন মোহনার দিগন্তে দাঁড়িয়ে আছি তুমি আর আমি । আমার অদৃশ্য চাত্তয়া গুলো রচনা করছে স্বপ্নের স্বর্নালি মধূময় বাসর । কোন এক গোধূলী লগ্নে , শ্রাবনের বারি ধারায় ধূয়ে মুছে স্বচ্ছ করেছে, আমাদের মন । আমি আমার আমিত্ত্ব নিয়ে শপথ করছি তোমাকে নিয়ে সাজাবো অন্য একটা অন্য একটা পৃথিবী । যেখানে থাকেব না বিনষ্টকারী ইর্ষার সরাব এবং এমন কোন জীবের নিকৃষ্ট ভাইরাস । আমি আশার প্রদীপে হাসছি আর ভাবছি ; হয়তো প্রতিকূলতার পাহাড়,পর্বত ডিংগিয়ে তুমি ছুটে আসবে । যেমনটি এসেছিল হাত্তয়া আদমের কাছে যেহেতু আমার মিলন মোহনায় শুধু তুমি ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।