আমাদের কথা খুঁজে নিন

   

মেয়ে সে কি এবং কত প্রকার ?

তুমি আমার শুভাকাংক্ষী, আমার জান ......

মেয়ে মানে মায়ের জাতি আমি তাদেরকে খুবই সম্মান করি। পৃথিবীতে মায়ের সমান আর কেউ নেই। আমরা সকলেই আমাদের মাকে ভাল বাসি তাতে কোন সন্দেহ নেই। কিন্তু সে যখন তার সম্মান বুঝে না তখন সে হয়ে যায় জলন্ত আগুন যেখানে স্পর্শ করা মাত্রই দাউ দাউ করে জ্বলে উঠে। বলছি, মেয়ে কাকে বলে? ছেলেটি বাদাম ছোলিতেছিল, মেয়েটি বাদাম চিবাইতে ছিল ছেলেটির বাদাম ছোলা শেষ , মেয়েটি নিরুদ্দেশ।

গিয়েছিলাম স্পোকেন ইংলিশ শিখার জন্য একটি কোচিং সেন্টারে। সেখানে পরিচয় হয় এক আপুর সাথে। আপুর বনের একমাত্র মেয়ে মৌরি। তার সাথে পরিচয়ও হল। কিছুদিন প্রেম তারপর বিরহ যখনই শোনল আমি তাকে বিয়ে করছি না।

যে প্রতিদিন আমাকে ফোন করত আজ সে অন্য কোন ছেলের সাথে প্রেম করছে। আজ আমি খুবই আনন্দিত আমি একটি জ্বলন্ত আগুন থেকে মুক্তি পেয়েছি। এখনও পড়ছি। যারা প্রতিষ্ঠিত নও তারা কখনো এ ভুলটি করবে না। যেখান থেকে আজ আমি মুক্ত।

মাকে ভালবাস আর প্রতিষ্ঠিত হয়ে মায়ের ইচ্ছা পূরণ কর। নারী জাতিকে আমি কখনও অসম্মান করি না কারণ এদের অবদান একজন পুরুষের চাইতে কোন দিক দিয়ে কম নয়। তাই নজরুলের ভাষায় বলতে চাই, "এ পৃথিবীতে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর" ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.