আমি কিছু বলতে চাই শেষ পর্যন্ত ভেঙ্গে দেয়া হলো চাকুলির (মিরপুর) হত দরিদ্র মানুষ গুলোর শেষ আশ্রয়স্থলটুকু।
বাপ দাদার ভিটা তো আগেই হারিয়েছে, এবার চিরদিনের মত উচ্ছেদ হলো তাদের পৈত্রিক সম্পত্তি থেকে।
সেই সাথে হয়ে গেলো বাস্তুহারা। মাথার উপর আকাশ ছাড়া রইলো না আর কিছুই।
সকাল থেকেই ঐ এলাকার সমস্ত রাস্তা বন্ধ করে দেয়া হয়।
গাড়ি, রিক্সা থেকে শুরু করে কোনো ধরনের যানবাহন এমনকি কোন মানুষ কে পর্যন্ত প্রবেশ করতে দেয়া হয়নি। কঠোরতর নিরাপত্তা আর গোপনীয়তায় প্রায় ১০-১৫ টি বুলডোজার দিয়ে চালানো হলো এই ধংসযজ্ঞ।
হায়রে বাংলাদেশ!! আমি অবাক বিষ্ময়ে দেখলাম, কত সহজে হয়ে গেলো এই ধংসযজ্ঞ। অসহায় মানুষ গুলোর পাশে দাঁড়ানোর কিংবা তাদের কথা চিন্তা করার কেউই নেই।
একজনের ফাসির দাবিতে আজ উত্তপ্ত শাহাবাগ, সারা বাংলাদেশ; অথচ এইসব মানুষের বেঁচে থাকার আকুতি, গরম দীর্ঘনিঃশাস আর অশ্রুজলের তাপ পৌছাতে পারলোনা ঐ শাহাবাগে।
জানি কখোনো পৌছাবেও না।
আসলে আমরা বাংলাদেশীরা শুধুই জানি নিজের সাথে প্রতারনা করা, তাছাড়া আর কিছুই না।
click this link ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।