আমাদের কথা খুঁজে নিন

   

'আইরা' কেমন নাম?? @তাহসান @মিথিলা ???



নাইস নাইস বিজ্ঞাপনের মাধ্যমে মিথিলারে চিনি আর নাকী সর্দী সুরে গান গাওয়া তাহসানরে চিনি। হঠাত দেখি এদের পোলাপাইন হয়ে গেছে আর তার নাম রাখছে "আইরা!!" এই নামটার আভিধানিক অর্থ কি তা জানিনা, তবে এই নাম নিয়ে বড় হতে গিয়ে বাচ্চাটা নানারকম টিজিং এর শিকার হবে, এটা নিশ্চিত। তাহসান সাব, পারলে নামটা পাল্টে দেন, আপনার সাথে যোগাযোগ করা আমার পক্ষে সম্ভব না, তাই ব্লগে দৃষ্টি আকর্ষন করলাম, হয়তো কেউ আপনারে ফরোয়ার্ড করবে। বাংলাদেশের গ্রাম-গঞ্জে আইরা খুবই পরিচিত ও বহুল ব্যবহৃত একটা 'অশালীন' শব্দ। পুরুষ জননাংগ অন্ডকোষকে সাধারণত গ্রামের মানুষ এ শব্দটা দিয়ে বোঝায়। প্লিজ, আপনার বাচ্চাটার নাম পাল্টান।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.