আমার মৃত্যু যেন আমার সকল ইচ্ছা পূরণের পর হয়
আমার দারিদ্রতা নিলামে উঠেছে
নির্ধারিত সময় অবসান হয়েছে
ঠিক হয়ত ভালবাসেনি কেউ
কাউকে ভালবাসার সম্বল আমার ছিল না।
সাধু দ্বারা অভিশপ্ত হই নি
তবুও ছিল জীর্ণ অবস্থা
ঠিক মনে নেই হয়ত শেষ
কবে নিজেকে দেখেছি
আমার ছিল না হাত
ছিল না পা, অসাড় দেহ
রাস্তার ওই ধারে পেপারওয়ালা
প্রতিদিনের খবর পাঠক ছিল
চিঠি পাইনি আমার দারিদ্রতার নিলামের
হঠাৎ হবে এটাও ভাবিনি
তবুও আমি খুশি
দারিদ্রতা আর ছুতে পারবে না আমায়
হে দারিদ্রতা আমি আজ মুক্ত
তোমার অট্ট হাসি আর কানে বাজবে না
বিদায়! জানি তোমার কিছুই হবে না
গ্রাস করবে হয়ত নতুন গ্রাহক।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।