আমাদের কথা খুঁজে নিন

   

বিদায় মাইকেল জ্যাকসন!



বিদায় মাইকেল জ্যাকসন! জীবনে যেমন ছিলেন, মৃত্যুতেও রয়ে গেলেন তেমনই। এক কথায় রাজকীয়। শেষ হলো পৃথিবীতে মাইকেল যুগ। দুনিয়াজোড়া ভক্তদের কাঁদিয়ে অবশেষে চিরবিদায় নিলেন পপগুর" মাইকেল জ্যাকসন। লস এঞ্জেলেসের স্ট্যাপল সেন্টারে গতকাল স্মরণকালের ঐতিহাসিক শেষকৃত্যানুষ্ঠানের মধ্য দিয়ে তাকে আনুষ্ঠানিক বিদায় জানালেন বিশ্বের কোটি কোটি মানুষ।

স্ট্যাপল সেন্টারে মূল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মারায়া ক্যারি, লায়নেল রিচি, আশার, স্টেভি ওয়ান্ডার এবং ব্র"ক শিল্ডসের মতো তারকারা। এছাড়াও সেখানে মাইকেলের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে হাজির হন বাস্কেটবল তারকা কোবে ব্রয়ান্ট এবং ম্যাজিক জনসন, সঙ্গীততারকা জেনিফার হাডসন, জন মেয়ার এবং স্মোকি রবিনসন, মানবাধিকারকর্মী তৃতীয় মার্টিন লুথার এবং রেভারেন্ড আল শার্পটন। প্রথম দিকে হাজির হবার কথা থাকলেও শেষ পর্যন্ত স্ট্যাপল সেন্টারে আসেননি মাইকেলের প্রথম স্ত্রী এবং তার প্রথম দুই সন্তানের মা ডেবি রোয়ি। সকালবেলা ক্যালিফোর্নিয়া হাইওয়ে পুলিশ বিশেষ এসকর্টযোগে জ্যাকসনের পরিবারিক সদস্যদের এনসিনোর থেকে হলিউড হিলস ফরেস্ট লন গোরস্থানে এবং সেখান থেকে স্ট্যাপল সেন্টারে নিয়ে আসে। তার আগে কঠোর পুলিশি চেকআপের মাধ্যমে লটারি বিজয়ী ১১ হাজার ভক্তকে মূল সেন্টারে প্রবেশের সুযোগ দেয়া হয়।

যেমন ভাবা হয়েছিল, নির্ধারিত সময়ের অনেক আগেই পূর্ণ হয়ে যায় নকিয়া থিয়েটারের সাড়ে ৬ হাজার আসনবিশিষ্ট হলর"ম। এখানে স্থাপিত বিশাল পর্দায় ভক্তরা প্রত্যড়্গ করেন মাইকেলকে শেষ বিদায় জানাবার মুহূর্তগুলি। অনুষ্ঠান কাভার করার জন্য আগে থেকেই অনুষ্ঠানস্থলে হাজির হয় শত শত টিভি ও প্রচারমাধ্যমকর্মী। তাদের কল্যাণে প্রায় একশ কোটির বেশি মানুষ সরাসরি প্রত্যড়্গ করেন সঙ্গীতসম্রাটের এই মহাবিদায়যজ্ঞ। সেন্টারের বাইরে আগে থেকেই কংক্রিটের ব্যারিয়ার নির্মাণ করে নিরাপত্তা পুলিশ।

শহরে বিপুল জনতার আকস্মিক সমাগমে লাভ কুড়িয়ে নিয়েছে এক ধরনের সুযোগসন্ধানী। একটি গাড়ি পার্ক করার জন্য অনেককে ভাড়া গুণতে হয়েছে ৩০ ডলার। অবশ্য এতো বিপুল জনতা একস্থানে জড়ো হলেও অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। ভক্তজনতা যথোচিত সংযত এবং পরিবেশের ভাবগাম্ভীর্য বজায় রাখে। এদিকে, জ্যাকসনের পরিবারের পড়্গ থেকে কোথায় তাকে কবর দেয়া হবে সে ব্যাপারে কড়া গোপনীয়তা রড়্গা করা হলেও ধারণা করা হ"েছ, হলিউড হিলস ফরেস্ট লনেই তাকে সমাহিত করা হবে।

এর আগে সোমবার সারাদিন জুড়ে লটারি বিজয়ী ভক্তরা নিজেদের গাড়ি কিংবা স্কুটার চালিয়ে ডজার স্টেডিয়ামে জড়ো হয়। তারা তাদের কাছে সংরড়্গিত জোড়া টিকেট এবং রিস্টব্যান্ড নেড়ে উত্তেজনা প্রকাশ করে। অনলাইনে ১৬ লাখ আবেদনের মধ্য থেকে লটারির মাধ্যমে সৌভাগ্যবান ৮৭৫০টি নাম বাছাই করা হয়। তাদের সবাইকে এক জোড়া করে টিকেট এবং বিশেষ রিস্টব্যান্ড উপহার দেয়া হয়। এছাড়া জ্যাকসন পরিবারের বিশেষ বন্ধুদের জন্য সংরড়্গণ করা হয় স্ট্যাপল সেন্টারের অতিরিক্ত ৯ হাজার আসন।

টিকেট বিতরণ প্রক্রিয়াতে কোনো অঘটন ঘটেনি। একজন টিকেটের ফটোকপি দেখিয়ে পার পেতে চেষ্টা করেছিল কিন্তু তাকে সহজেই শনাক্ত এবং বহিস্কার করা হয়। এদিকে লস এঞ্জেলেসের এক আদালতের আদেশবলে জ্যাকসনের সমস্ত সম্পত্তির নিয়ন্ত্রণ অধিকার লাভ করেছেন তার দীর্ঘদিনের ব্যক্তিগত অ্যাটর্নি জন ব্রাঙ্কা এবং দীর্ঘদিনের বন্ধু জন ম্যাকক্লেইন। নতুন আদেশ প্রাপ্তির পর তারা জানান, এখন এসবের মাধ্যমে জ্যাকসনের বিপুল ঋণজনিত এবং আইনি জটিলতাগুলো মোকাবেলা করতে পারবেন তারা। উলেস্নখ্য, ২৫ জুন মাইকেল জ্যাকসন মৃত্যুর পর থেকে তার সম্পত্তির দেখাশোনার দায়িত্ব লাভ করেছিলেন তার মা ক্যাথারিন জ্যাকসন।

ব্রাঙ্কার এই নতুন দায়িত্ব গ্রহণকে তিনি ‘অপূরণীয় ড়্গতি’ হিসেবে মন্তব্য করেছেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.