আমাদের কথা খুঁজে নিন

   

Bangladesh, 1971-2071: born in blood, died in wate! - The Independent

We make a living by what we get, we make a life by what we give

গুগলের বাংলাদেশ বিষয়ক ফিডসে যখন চোখ রাখছিলাম তখনই the Independent'র ফিচারটার সংস্পর্সে আসা। বেশ লম্বা ফিচার বলা চলে। ব্লগে বাংলার ভবিষ্যৎ নিয়ে অনেক ভাল ভাল লিখা এসেছে এবং আসবে। আমরা হয়ত ইচ্ছে করলেই একদিন রাজনৈতিক সমস্যার সমাধান খুজে পাব। কারণ এসব জিনিসের বিপক্ষে মানুষের জয় হবেই।

কিন্তু একটি জায়গায় আমরা খুবই অসহায় আর তা হল প্রকৃতি। আমরা তথা সমগ্র বিশ্ব আধুনিকতা এবং বিলাসিতার অযুহাতে যেভাবে পরিবেশের ক্ষতি করছে তা হয়ত অনেকের চিন্তার বাহিরে। আমরা যারা বাহিরে অথবা আরবান এরিয়াতে আছি তাদের হয়ত বিষয়গুলো নিয়ে তেমন ভাবনার সময় থাকে না যতক্ষণ পর্যন্ত না এক ফসলা বৃষ্টিতে জন জীবন অচল হয়ে পড়ে। তখন হয়ত আমরা মনে মনে সরকারের চৌদ্দগুস্ঠি উদ্ধার করি কিন্তু সমুদ্রের পানির উচ্চতা যদি আমাদের ব-দ্বীপটির সমান হয়ে যায় তাহলে বৃষ্টির পানি আর যাবে কই? সরকারের কথা নাই বা বল্লাম যেখানে দেশের অস্তিত্ব নিয়ে যখন টানাটানি সেখানে তারা নিজেদের নিরাপত্তা নিয়ে বিল পাশে মহাব্যস্ত! যাই হোক, ভিন দেশী সংবাদমাধ্যমে আসা এই রিপোর্টটি হয়ত তেমন দরদ দিয়ে লিখা হয়নি তবে যা উপাত্ত পরিবেশন করা হয়েছে তাতে খড়কা লাগার মত কিছু দেখছি না বরং সত্য। ডক্টর আতিকুর রহমান হয়ত এখনো তথ্য উপাত্ত সংগ্রহে ব্যস্ত কিন্তু জোহানের(reporter) সাথে কথাকপনে থাকেও তেমন একটা আশাবাদি শুনাচ্হে না।

তবে হ্যা, বাংলাদেশ অনেকটা গ্লোবাল ওয়ার্মিংয়ের জিরো পয়েন্টে বসে আছে আর এর প্রথম ধাক্কাটা হয়ত আমাদেরই পোহাতে হবে। আর নিয়ম করে অপরাধীরা পার পেয়ে যাবে! সময় থাকলে পড়ে নিন: Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।