বলব না
সামহোয়ার আমার একটা প্রিয় ব্লগ সাইট যেখান থেকে আমি অনেক কিছু জানতে পারি... আর সব থেকে ভালো লাগে এখনে বাংলা তে লিখতে....... আমি একজন ভারতীয়... কিন্তু এখনে আমি দেখি সব জায়গায় ভারত কে কাঠগোড়াই দাড়করানো হয়.... টিপাইমুখ বাঁধ হোক বা চিনে দাঙ্গা...সবতেই ভারতকে দোষী করা হয়... টিপাইমুখ বাঁধ নিয়ে আমি বিশেষ কিছু জানি না তবে আমার মনে হয় যদি সত্যি এটা প্রকৃতি এবং বাংলাদেশের পক্ষে ক্ষতিকারক তাহলে এটি বন্ধ হওয়া উচিত....
কিন্তু একজন ভারতীয় নাগরিক হয়ে এখনে এতো ভারত বিরোধী মন্তব্য শুনতে ভালো লাগে না... আপনার হয়তো আমাকে বলতে পারেন যে সামহোয়ার একটা বাংলাদেশী ব্লগ সাইট এখানে আসতে মানা ও করতে পারেন....কিন্তু আমি শুধু এই টুকু এ বলতে চাই যে ভারত কি সত্যিই এতো খারাপ একটা দেশ????????? ভারত কি বাংলা দেশের জন্য কিছু করেনী??
সবার মত দেওয়ার একটা অধিকার আছে ....তাই আমি ও আমার মত দিলাম...
আমি একজন ভারতীয় আমি গর্বিত.....
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।