সব হৃদয়ের গল্প বলি, রংধনুটাকে রং করি, নির্ঘুম চোখের কথা নিয়ে বৃষ্টির মত ঝরে পড়ি
তেলাপোকার সাথে যুদ্ধ করিয়া আমার Canon iP1700 প্রিন্টার টিকিতে না পারিয়া আজ হতে অবসর গ্রহন করেছে। এ বিষয়ে ব্লগারদের কাছে সেই দুঃসাহসিক এ্যডভেঞ্চারের কাহিনী বর্ণনা করেছিলাম,
এই লিংকে Click This Link
যাই হোক আজ বিকেলে আবার সেই শোরুমে গিয়ে নয়া এই প্রিন্টারটি কিনে আনলাম।
দোয়া কইরেন যেন উপরের লিংকে আমার আগের প্রিন্টারের যে অবস্থা বর্ণনা করেছিলাম এই প্রিন্টারের বেলায় তা যেন না হয়।
অনেক ব্লগার বন্ধু বলেছিলেন যে পুরোনো প্রিন্টার না ঠিক করে নতুন নতুন একটা প্রিন্টার কিনতে। আমিও ভেবে দেখলাম নিচের এই পরিসংখ্যনটিঃ
পুরাতন প্রিন্টার ঠিক করতে লাগবে :
কার্টিজ ২টা (কালার + ব্লাক এন্ড হোয়াইট) = ২৪০০ টাকা।
প্রিন্টারের মেইনবোর্ড = ১০০০ টাকা।
মোট ========= ৩৪০০ টাকা।
আর আমার এই নতুন Canon iP 1980 প্রিন্টারটি ১ বছরের ওয়ারেন্টিসহ কিনেছি মোট = ৩২০০ টাকায়।
এখন আমার পুরোনো প্রিন্টারটির দাম উঠেছে মাত্র ৬০/- টাকা।
তা ও এক পুরোনো ভাঙাচোরা জিনিস কেনাওয়ালার কাছে।
তাই সব ব্লগার বন্ধুদের বলছি যারা তেলাপোকা থেকে প্রিন্টারটিকে সাবধানে রাখুন, তা না হলে আমার মত তেলাপোকার কাছে পরাস্ত হয়ে ৩২০০/- টাকা মাশুল দিয়ে নতুন প্রিন্টার কিনতে হবে ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।