আমাদের কথা খুঁজে নিন

   

কিয়োসেরার ০.৭ মিলিমিটার স্পিকার

স্মার্ট সনিক সাউন্ড স্পিকারটি বানাতে কিয়োসেরা ব্যবহার করেছে বিশেষ পিয়েজোইলেকট্রিক অ্যাকটুয়েটর এবং সূ² ফিল্ম। প্রচলিত ইলেক্ট্রোম্যাগনেটিক স্পিকারের তুলনায় পাতলা এবং হালকা হলেও প্রায় একই মানের শব্দ শোনা যায় স্পিকারটিতে।
তিনটি আকারে স্মার্ট সনিক সাউন্ড স্পিকারটি বাজারে ছেড়েছে কিয়োসেরা। সবচেয়ে বড়টির আকার ৭০ বাই ১১০ বাই ১.৫ মিলিমিটার। ২৩ গ্রাম ওজনের স্পিকারটি আউটপুট তরঙ্গ হচ্ছে ২০০ হার্টজ থেকে ২০ কিলোহার্টজ।


মাঝারি আকারের মডেলটি দৈর্ঘ-প্রস্থের দিক দিয়ে সবচেয়ে বড়টির অর্ধেক। ওজন মাত্র ৭ গ্রাম। এক মিলিমিটার পুরু স্পিকারটির আউটপুট তরঙ্গ ৫০০ হার্টজ থেকে ২০ কিলোহার্টজ।
সবচেয়ে ছোট মডেলটির আকার ১৯.৬ বাই ২৭.৫ বাই ০.৭ মিলিমিটার, ওজন মাত্র ১ গ্রাম। আউটপুট ফ্রিকোয়েন্সি ৬০০ হার্টজ থেকে ২০ কিলোহার্টজ।


এলজির নতুন ৫৫ ইঞ্চির বাঁকানো স্ক্রিনের ওএলইডি টিভিতে কিয়োসেরার পিয়েজোইলেকট্রিক স্পিকার ব্যবহার করেছে এলজি। এ ছাড়াও ২০১২ সালে শুধু জাপান এবং উত্তর আমেরিকার বাজারের জন্য বিশেষভাবে তৈরি কয়েকটি স্মার্টফোনে ছিল কিয়োসেরার স্মার্ট সনিক স্পিকার।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.