খুব জানতে ইচ্ছে করে...তুমি কি সেই আগের মতনই আছো নাকি অনেকখানি বদলে গেছো... সাভার ধ্বংসস্তুপের নিচে পড়ে তিনশতাধিক মানুষের মৃত্যু হয়েছে। অর্ধমৃত আহত মানুষের সংখ্যাও হাজারের ওপর। এতো বড় একটা ম্যাসাকার ঘটে গেলো কিন্তু ঘেটুপুত্র কমলার কোন খবর নাই। । বুঝছেন তো ঘেটুপুত্র কমলাটা কে? মানাবাধিকার কমিশনের চেয়ারম্যান মীজানুর রহমানের কথা বলছিলাম।
বেচারার চেহারাটাও দেখার ভাগ্য হলোনা জাতির। । এ পিসটা কোথায়? জানেন কি? এতোবড় দুর্ঘটনার পরও মানাবাধিকার কমিশেনের কোন ভূমিকা চোখে পড়লোনা! তাহলে কি কমিশনের চোখে গার্মেন্ট শ্রমিকরা শ্রমিক বলে ছোটজাত! তাদেরকে কি কমিশন মানুষ মনে করলোনা! নাকি বিজিএমইএ'র কাছ থেকে মোটা অঙ্কের টাকা খেয়ে কমিশন মুখে কুলুব আটছে। এরপরে যদি মোছওয়ালা মীজান মানাবাধিকার নিয়ে কিছু বলে তবে তাকে সাথে সাথেই বয়কট করুন।
অতচ উদ্ধার কাজে কমিশনের নিজস্ব তদারকি সেল থাকা উচিত ছিল।
কি জানি বাপু কমিশন কোথায় কমিশনের ধান্ধায় আছে আল্লা মালুম। বাংলাদেশে এরকম পিসের অভাব নাই। আর আমাদের সরকার বাহাদুরও পারেন বটে" কই থেকে এসব আজাইরা লোকজন জোগাড় করে সরকারি পদে বসায়" এমন লোক যারা জোগাড় করে দেয় তারা মেধাবি বটে। । জয়হেতু মোছওয়ালা মীজান, মানাবাধিকার চর্চা হোক সর্বোত্তম কমিশন পাওয়ার উপায়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।