আমাদের কথা খুঁজে নিন

   

*|~|* বাবা, আমি তোমায় ভালবাসি *|~|*

LOVE / DEVOTION / FEELINGS / EMOTION
সুন্দর সবুজ ঘেরা নির্জন বাগানে পাখির কলকাকলিতে মুখরিত পরিবেশ। বৃদ্ধ বাবা বসে বেঞ্চে পাশে তার ছেলে বসে পত্রিকা পড়ছে... কোত্থেকে এক চড়ুই পাখি কাছে এসে কিচির মিচির জুড়ে দিলো। বৃদ্ধ বাবা জিজ্ঞাস করলেন ছেলেকে "বাবা- এটা কি পাখি ?" ছেলে কিছুটা বিরক্ত হয়ে বলল "এটা চড়ুই পাখি" বাবা ঠিকমতো শুনতে না পেয়ে আবার জিজ্ঞাস করলেন "কি পাখি ?" "বললাম তো এটা একটা চড়ুই" অতীতে পড়ে থাকা বাবা আবার জিজ্ঞেস করলেন "এটা কি পাখি" ছেলে অসম্ভব বিরক্ত হয়ে বাবার কানের পাশে জোরে চিৎকার করে বলতে লাগলো "এটা চড়ুই পাখি- এটা চড়ুই পাখি- এটা চড়ুই পাখি" বাবা নিরবে চুপচাপ চেয়ার ছেড়ে উঠে ঘরে চলে গেলেন- পিছনে অসম্ভব বিরক্ত হয়ে বসে থাকা ছেলেকে রেখেই। কিছুক্ষণ পর বাবা আবার এসে ছেলের পাশে বসলেন- হাতে পুরোনো ডায়েরী। ছেলের হাতে ডায়েরীটির কয়েকটা পাতা উল্টে দিয়ে বললেন "পড়"... ছেলেটি চুপচাপ পড়া শুরু করতেই বাবা বলে উঠলেন "আওয়াজ দিয়ে পড়"_ ছেলেটি শব্দ করে পড়া শুরু করলো... ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ "কিছুদিন আগে তিন বছরে পা দেয়া আমার ছেলে আর আমি বসে আছি পার্কের বেঞ্চিতে ... এমন সময় একটি চড়ুই আমাদের কাছে এসে বসলো। " ছেলে জিজ্ঞেস করলো- "বাবা এটা কি?" উত্তরে আমি বললাম- "এটা একটা চড়ুই পাখি" এই প্রশ্নটি ছেলে আমার ২১ বার জিজ্ঞেস করলো- এতটুকু বিরক্ত না হয়ে আমি একুশ বারই উত্তর দিলাম। যত বার ছেলে জিজ্ঞেস করছে তত বার আমি তাকে আদর করে জড়িয়ে ধরে বললাম বাবা- এটা একটা চড়ুই......... ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ এই পর্যন্ত পড়ার পর ছেলে আর চুপ থাকতে পারেনি... বৃদ্ধ বাবাকে শক্ত করে জড়িয়ে ধরে বললো... "বাবা আমি তোমায় ভালবাসি " ... নেটে পাওয়া...
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।