এডিট করুন
কিছুদিন আগে আমি, আমার দোস্ত মুহাম্মাদ আর সাশা সারারাত গল্প করলাম বারান্দায় বইসা কেক্কুক, বিড়ি খাইতে খাইতে। অনেক হাসি, তামাশা, কৌতুক হইল। মুহাম্মাদ কইল জুকটা।
এক আরাব ইউরোপ যাইতাছে। খ্রীষ্টান দেশ।
আজান দেয় না। ফজরের নামাজের সময় ঘুম ভাঙ্গা নিয়া সমস্যা। তাই আরাবে এলার্ম ঘড়ি হিসাবে একটা মোরগ নিয়া প্লেনে উঠল। ফজরের নামাজের সময় মোরগটা কুক্কু কইরা ডাইকা দিব আর তাতে তার ঘুম ভাঙ্গব। নামাজ পড়ার সুবিধা।
তা আরাবে গেল খ্রীষ্টান দেশে। মোরগ গেল তার লগে। প্রথম দিন সকালে মোরগের ডাক শুইনা ঘুম ভাঙ্গল আরাবের। যথারীতি সে নামাজ আদায় করল। পরেরদিনও তার ঘুম ভাঙ্গল মোরগের ডাক শুইনা।
এইবারও তার নামাজের টাইমে ঘুম ভাঙ্গা নিয়া কোন সমস্যা হইল না। ভেজাল লাগল তার পরের দিন। আরবের ঘুম আর ভাঙ্গে না। আরাব ঘুম থিকা উঠল অনেক বেলা কইরা। নামাজের টাইম গেছেগা।
আরাব তো চিন্তায় পইড়া গেল। ব্যাপার কি মোরগ আজকে ডাকে নাই কেন? আরাবে মোরগটারে রাখছিল বারান্দায়। দরজা খুইলা বারান্দায় গিয়া দেখে মোরগে ডানা দিয়া বুকে ক্রুশ আকতাছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।