আমি বাঙালি...এটাই আমার পরিচয়
ওয়ারল্ড প্রেস ফটো ১৯৫৫ সালে প্রতিস্ঠিত একটি সতন্ত্র, অলাভজনক প্রতিস্ঠান। এই প্রতিস্ঠানটি বিশ্বের সবচে বড় এবং সবচে সম্মানজনক প্রেস ফটোগ্রাফি কনটেস্ট আয়োজন করে থাকে। ১৯৫৫ সাল থেকেই আয়োজিত এই কনটেস্টে প্রতি বছর একটি ছবিকে ওয়ারল্ড প্রেস ফটো অফ দি ইয়ার হিসেবে পুরষ্কৃত করা হয়। পুরষ্কৃত ছবিগুলো গত অর্ধ শতাব্দী ধরে বিশ্বের সব গুরুত্বপূর্ন ঘটনার সাক্ষী হয়ে আছে। আমাদের দেশে দৃক বিভিন্ন সময়ে ওয়ারল্ড প্রেস ফটোর ছবি একজিবিট করেছে। ওয়ারল্ড প্রেস ফটো সম্পর্কে জানতে যেতে পারেন এই লিংকে World Press Photo
আজ দিচ্ছি ১৭৭ থেকে ১৯৮৬ পর্যন্ত ওয়ারল্ড প্রেস ফটো অফ দি ইয়ার উপাধী প্রাপ্ত ছবিগুলো।
১৯৭৭
১৯৭৮
১৯৭৯
১৯৮০
১৯৮১
১৯৮২
১৯৮৩
১৯৮৪
১৯৮৫
১৯৮৬
ওয়ারল্ড প্রেস ফটো অফ দি ইয়ার ১৯৫৫- ১৯৬৬
ওয়ারল্ড প্রেস ফটো অফ দি ইয়ার ১৯৬৭- ১৯৭৭
ওয়ারল্ড প্রেস ফটো অফ দি ইয়ার ১৯৮৭- ১৯৯৬
ওয়ারল্ড প্রেস ফটো অফ দি ইয়ার১৯৯৭- ২০০৮
বিঃদ্রঃ ১৯৫৯, ১৯৬১ ও ১৯৭০ -এ ওয়ারল্ডপ্রেস ফটোগ্রাফি কনটেস্ট অনুষ্টিত হয়নি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।