আমাদের কথা খুঁজে নিন

   

গুগল এডসেন্স চেক – জুন, ২০০৯

আমার সাথে যোগাযোগ করতে http://bn.jinnatulhasan.com/blog এ ভিজিট করুন।
বাসায় বলে রেখেছিলাম আজ কালের মধ্যেই গুগলের চেক আসবে, আমাকে যেন আসার সাথে সাথেই ফোন করে জানিয়ে দেয়। লাঞ্চে যাব, এমন সময় আজ ফোন এল, গুগলের খাম এসে পৌচেছে। খুলে চেকের ছবি তুলে পাঠিয়ে দিতে বললাম। আজ আমি খুবই উত্তেজিত, কারন এই চেকেই প্রথম টাকার অংক ৪০০ পাউন্ডের কোটা ছাড়িয়ে গেল।

অবশ্য অংকটি গত দুই মাসের (এপ্রিল-মে) আয়ের ফসল – ৪০৫.৬৮ পাউন্ড, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৫,৯৭৯.২৬ টাকা। পোষ্টটির সূত্র: গুগল এডসেন্স চেক – জুন, ২০০৯ ============================================= সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এবং ইন্টারনেটে আয়ের কৌশলগুলো নিয়ে আলোচনার জন্য বেশ কিছুদিন হল আমি একটি ফোরাম খুলেছি, ফোরামটি ঠিকানা সার্চ ইঞ্জিন এবং এডসেন্স ফোরাম , এখানে আমরা বিভিন্ন বিষয়ে আলোচনা করি। আপনি যদি এখনও সদস্য না হয়ে থাকেন, তবে আজই সদস্য হয়ে যান এবং আলোচনায় অংশগ্রহন করা শুরু করে দিন। আশা করি আলোচনার মাধ্যমে অনেক জটিল বিষয়ে বিস্তারিত জানতে পারবেন। ============================================= আপনার পক্ষে কি প্রতিদিন আমার ব্লগে আসা সম্ভব হয় না? তাহলে আপনি আমার ইমেইল নিউজলেটার সাবসক্রাইব করতে পারেন।

এর মাধ্যমে আমি নতুন কোনো ব্লগ পোষ্ট করলে আপনি স্বয়ংক্রিয়ভাবে তার সন্ধান পেয়ে যাবেন আপনার নিজের ইমেইলের ইনবক্সে। আশা করি এই ফিচারটি বার বার আমার ব্লগে আসার পেছনে আপনার অনেকটা সময় বাঁচিয়ে দেবে। =============================================
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.