"লেখা কম, পড়া বেশি" ব্লগার
বাংলাদেশের প্রায় সব ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়েই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কোর্সে বয়েলস্টেডে এর ইন্ট্রোডাক্টরী সার্কিট অ্যানালাইসিস বইটি বাইবেলের মত পড়ানো হয়। আমাদেরকেও একটা কোর্সে এটা পড়তে হয়েছিল। তখন এমন বিশাল সাইজের নন ডিপার্টমেন্টাল বই না কিনে ইলেকট্রিক্যালের বন্ধুদের কাছে থেকে ধার নিয়েছিলাম এক সেমিস্টারের জন্য। বাজারে এই বইটার অরিজিনাল কপি তেমন সহজলভ্য না। যদি অরিজিনাল কপি পাওয়া যায়ও তাহলে তার দাম পড়ে আকাশ ছোঁয়া।
আবার সহজলভ্য ফটোকপি বইয়ের প্রিন্টও খারাপ থাকে। তাই নেটে এর সফটকপি খুঁজছিলাম, কিন্তু পাচ্ছিলাম না। কয়েক দিন আগে আমার এক বন্ধু টরেন্ট দিয়ে বইটি নামিয়েছে। সে আমার সাথে শেয়ার করেছে। আমি আপনাদের সাথে শেয়ার করছি।
আশা করছি আপনাদের উপকারে লাগবে। এটার সাইজ ১০.২ মেগাবাইট।
Electronics - Introductory Circuit Analysis, 10th Edition - (Robert L. Boylestad) Prentice Hall 2002
ধন্যবাদ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।