সাগর সরওয়ার
আলী ইমাম। আমার প্রিয় লেখকদের একজন।
তখন আমি নবাবপুর সরকারী উচ্চ বিদ্যালয়ের ছাত্র। বৃহস্পতিবার হাফ বেলা স্কুল। কড়কড়ে রোদের দুপুরে ফুটবল নিয়ে আমার বন্ধুরা ছুটতো আউটার ষ্ট্রেডিয়ামে।
আমিও যেতাম ওদের সঙ্গে। তবে কিছুক্ষণ পর বদলে যেতো পথ। গুলিস্তান সিনেমা হলকে হাতের বায়ে রেখে যেতাম ঢাকার ওসমানি উদ্যানে। সেখানে মহানগর পাঠাগার ছিল। লাল রংয়ের একট দোতলা ভবন।
আমার স্বপ্নের জায়গা।
সেই পাঠাগারের দুই তলাতে অসংখ্য বই। আমি ফি বৃহস্পতিবার সেখানে সন্ধ্যা পর্যন্ত পড়তাম। সেখানেই আমি পড়ি আলী ইমামের দ্বীপের নাম মধুবুনিয়া, অপারেশন কাঁকনপুর, তিতিরমুখীর চৈতা,শাদা পরি ......
আজ কয়েকদিন ধরে সেই বইগুলোর কোন একটা পড়তে ইচ্ছে হচ্ছে। প্রচন্ড ইচ্ছে করছে।
এই বিদেশ বিভূইএ আমি কোথায় পাই সেই বই।
আপনার কাছে কি ঐ লেখকের কোন বই এর স্ক্যান কপি আছে, বা কোন লিংক... যেখানে গিয়ে আমি পড়তে পারি। আবার হারিয়ে যেতে পারি সেই শৈশবে.....
সেই ছেলেবেলায় ফিরে যেতে ইচ্ছে করছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।