আমাদের কথা খুঁজে নিন

   

কুচকিতে ব্যথা পেলে মাউন্ট এলিজাবেথ কেন?

কেএসআমীন ব্লগ

স্বরাষ্ট্র মন্ত্রী কুচকিতে ব্যথা পেয়েছেন। আজ রাতেই সিংগাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়া হচ্ছে। ব্যথা তেমন গুরুতর নয় বলে জানা গেছে। হলেও সমস্যা কি? এদেশে কি কোন চিকিৎসা নেই কুচকির ব্যথার? স্বাস্থ্য মন্ত্রীর নিজস্ব হাড়ভাঙা ক্লিনিকে ভর্তি হয়েছিলেন। এটা এ বিষয়ের সেরা চিকিৎসা কেন্দ্র বলেই জানি।

এটা পছন্দ না হলে এপোলো, স্কয়ার, ইউনাইটেড তো ছিলই। কিন্তু না... মাউন্ট এলিজাবেথ-এ যাওয়া চাই। সুযোগ যেহেতু আছে তো এর পুরো সদ্ব্যবহার না করলে কি হয়? দলবল আর মার্কেটিং পার্টি সহ সিংগাপুর এই সুযোগে ঘুরে না আসলে মন্ত্রীগিরি করে কী লাভ... ট্যাক্সপেয়ারদের অন্তত ৩০ লাখ টাকা যে গচ্চা দিতেই হয়। একজন মন্ত্রীর বাথরুমে পড়ে গিয়ে সামান্য আঘাতে কি এত পরিমান খরচ সরকার বহন করতে পারে? তাও দেশের বাইরে? জানা গেল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কতিপয় কর্মকর্তার অতি উৎসাহে তিনি সিংগাপুরে যেতে রাজী হয়েছেন... দেশের মন্ত্রীর জন্য উপযুক্ত চিকিৎসা কেন্দ্র হচ্ছে ঢাকা মেডিক্যাল বা বিএসএমএমইউ (পিজি)। দেশপ্রেম আর লজ্জাবোধ থাকলে সরকারী চিকিৎসা সেবাই তাঁর নেয়ার কথা।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.