I realized it doesn't really matter whether I exist or not.
ভাইয়ার ল্যাপটপ ব্যবহার করছি। ভাইয়ার কম্পিউটারে সার্ভার আর কী সব ওয়েব ডিজাইনিং আর কোডিংয়ের সফটওয়্যার ছাড়া আর কিছুই নেই। কিন্তু খুব ইচ্ছে করছে একটু গেমস খেলে সময় কাটাতে। অনেক দিন হলো কম্পিউটার গেমস খেলিনা। অনুগ্রহ করে বলুন ফ্রি গেমস ডাউনলোড করতে পারবো কোথা থেকে।
আমি মিনিক্লিপ বা এজাতীয় ফ্ল্যাশ গেমসের কথা বলছি না। মিডিয়াম টাইপের অ্যাকশন/স্ট্র্যাটেজি গেমসের কথা বলছি। জিটিএ ভাইস সিটি খেলতে ইচ্ছে করছে। কিন্তু এটা ইন্টারনেটে পাওয়া যাচ্ছে না।
এ ধরনের অ্যাকশন, স্ট্র্যাটেজি, রেসিং, ডিটেকটিভ টাইপের মিডিয়াম কোয়ালিটির গেমস ডাউনলোডের লিঙ্ক চাই।
অবশ্যই ফ্রি হতে হবে।
আমার কম্পিউটারঃ
Windows xp professional
version 2002
service pack 2
Intel Pentium III Processor
751 MHz, 248 MB of RAM
এই রিকোয়্যারমেন্টের ভালো ফ্রি গেমসের নাম বলতে পারবেন, প্লিজ? আবারো বলছি ফ্ল্যাশ গেমস নয়। ফ্রি ডাউনলোডেবল ফুল গেমস।
আশা করছি সাহায্য পাবো।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।