আমাদের কথা খুঁজে নিন

   

ওরে দুষ্টু, ওরে ছাগুছানা, এইটা সোনাব্লগ নারে এটা সামু গ্যাপে যাও

সফল ব্লগার নয়, সত্যবাদী ব্লগার হওয়াই হোক আমাদের লক্ষ্য। ছাগু ছানা ছাগু ছানা তাক ধিনা ধিন ধিনা ল্যাঞ্জা তুলে নাচে রাজাকারের মেশিনের কাছে কাছে ছাগু ছানা ছাগু ছানা করছো তুমি কি? এই দেখ না তোমার ল্যাঞ্জার ছবি এঁকেছি দ্রুত সামু থেকে সকল ছাগুকে বিতাড়িত করা হোক! ছাগু দেখামাত্র সিল মেরে দিন সীলটা দারুন না? যে বানাইসে তাকে অনেক অনেক থ্যাংস। গুগলে সার্চ দিয়া পাইসি। এই সীল এর ডিজাইনারকে কেউ চিনলে জানাবেন প্লিজ। এরকম একটি জিনিস তার অনুমতি ছাড়াই দিয়ে দিয়েছি কারণ এটা ছাগু নিধনের প্রশ্ন। আশা করি উনি খুশিই হবেন এর ব্যাবহার দেখে। সকল ছাগু ফাইটারদের উদ্দেশ্যে বলছি, ছাগু দেখামাত্র "ছাগু চিহ্নিতকরণ সীল" টি কমেন্টে কপি+পেস্ট করে দিন। তাহলে অন্য ব্লগাররা আর কষ্ট করে পোস্টের ছাগু কাহিনী বোঝার চেষ্টা করবে না ছাগু ট্যাগ দেখেই বয়কট করবে সবাই নিজ নিজ অবস্থান থেকে ছাগুদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। এখনই সময়, যারা এদেশের জন্ম চায়নি এদেশে মাটিতে বেঁচে থাকার কোন অধিকার তাদের নাই! [আমার ব্লগের যে কোন পোস্ট বা পোস্টের অংশ বিশেষ অনুমতির তোয়াক্কা না করেই কপি+পেস্ট করতে পারেন কুনো সমস্যা নাই শুধু ছাগুদের বিরুদ্ধে রুখে দাঁড়ান, দেখামাত্রই ছাগুদের গদাম দিন]  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।