shamseerbd@yahoo.com
একটা সময় ছিল ছুটিতে বাসায় গিয়েছি আর পতেঙ্গা সমুদ্র সৈকতে যায়নি এমনটি হতনা। বন্ধুরা মিলে যেকোন এক জায়গায় বসলেই হয় আড্ডার জন্য। তবুও মাঝেমাঝে জায়গা পরিবর্তন আড্ডায় ও নতুন মাত্রা যোগ করত।
পতেঙ্গা সমুদ্র সৈকত তেমন গর্জিয়াস কিছু না হলেও কিছু সময় কাটানোর জন্য বেশ ভাল জায়গা। মোহনায় অবস্হিত।
তাই দৃশ্যগুলোও একটু ভিন্ন মাত্রার। বন্দরে জাহাজের নিত্য আসা যাওয়া চোখে পড়বে। দিগন্তে দৃশ্যমান হবে নোঙ্গর করা জাহাজের সারি। জাহজের ফাঁকফোকড় গলে অস্তমিত সূর্য্যের আবেদনটাও একটু অন্যরকম।
এরপর সুনসান নীরব রাস্তাধরে চলে যেতে পারেন নেভাল একাডেমীর সড়কে।
আড্ডার জন্য এটাই সেরা জায়গা। নদী আর সাগরের মিলন মোহনা। ওপারের কাফকো আর সুয়েফলের আলোঝলমল পরিবেশ আর কর্ণফুলীর বুকে লাইটার জাহাজের সারি। .................
বন্ধু আড্ডা গান
পতেঙ্গা সৈকতের আহবান ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।