আমাদের কথা খুঁজে নিন

   

অবশেষে প্রিয় কবির প্রিয় কবিতার বইটি পেলাম!

মাথার ঝাঁপিতে বন্দি কবিতার দল.....
কবি হেলাল হাফিজের 'যে জলে আগুন জ্বলে' বইটির কথা শুনেছিলাম অনেক আগে। বিচ্ছিন্নভাবে পাওয়া কয়েকটা কবিতাও পড়েছি। ভাল লাগা থেকে ব্লগে পোস্টও করেছি 'কবিতার কসম খেলাম' কবিতাটি। ঢাকায় গিয়ে অনেক খোঁজাখুঁজি করেও বইটি পাইনি। কয়েকদিন আগে একজন ব্লগারের দেওয়া লিংক থেকে উনার কবিতার PDF ফাইল ডাউনলোড করেছিলাম।

কপাল মন্দ!‍ মনের ভুলে ডেস্কটপে রেখেই উইনডোজ সেটআপ করে ফাইলটা হারিয়ে ফেললাম। সেই সাথে লিংকটিও। আজ সিলেটে একটা কাজে গিয়েছিলাম। কোন কারণ ছাড়াই বইয়ের দোকানে ঢুঁ মারতে গিয়ে পেয়ে গেলাম প্রিয় কবির প্রিয় কবিতার বইটি!কতখানি খুশী হয়েছি বলে বোঝাতে পারবোনা। প্রথম যৌবনে কবি।

পরিণত যৌবনে। ছবিগুলো এ গরীবের মোবাইল দিয়ে কবির বই থেকে তোলা।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।