আমাদের কথা খুঁজে নিন

   

রেপিডশেয়ারের সুবিধা এবং মুভি ডাউনলোডের কিছু সাইট

টরেটক্কা

বেশ কিছুদিন ধরে ব্লগ দেখছি। একটা জিনিস কমন দেখলাম যে বেশিরভাগ ব্লগার রেপিডশেয়ারকে দারুনভাবে অপছন্দ করেন রেপিডশেয়ারের ডাউনলোড লিমিটেটাশনসের জন্য। আমার মনোভাবটা আগে সেমনটাই ছিলো । কিন্তু কিছুদিন ধরে রেপিডশেয়ারের প্রিমিয়াম ইউজার হয়ে এখন আমি রেপিডশেয়ার ফ্যান। তাই নিজের কিছু অভিজ্ঞতা তুলে ধরলাম।

১। রেপিডশেয়ারের কিছু রিসেলার আছে ঢাকাতেই । মাসিক ৮০০ টাকায় একাউন্ট কেনা অনেকের জন্যই কঠিন। তাই ক্লিকবিডি থেকে একজন কে খুজে পেলাম যিনি তার রেপিডপয়েন্টস থেকে একাউন্ট সেল করেন। মাত্র ৩০০-৫০০ টাকা মাসিক।

আপনি সহজেই নিজে বা ২/৩ জনের সাথে শেয়ার করে কিনতে পারেন। আমি ২ জনের সাথে করি। ২। ছোট কিন্তু চমৎকার কোয়ালিটির নতুন মুভির জন্য 300mbunited এখানে যান। যদি চান নতুন / পুরান মুভি / ডকুমেন্টারি/ গান (মানে সবকিছুই ) warez-bb তাহলে হতে পারে আদর্শ জায়গা।

৩। ডাউনলোড রিজিউম রাখতে flashget ব্যবহার করি। ৪। আপনি নিজেও ইচ্ছে করলে রেপিডশেয়ার কালেক্টর একাউন্ট তেরি করতে পারেন। কেউ আপনার ফাইল ডাউনলোড করলে পয়েন্ট পাবেন।

১০০০০ পয়েন্ট পেলে আপনি একটা প্রিমিয়াম একাউন্টের মালিক হতে পারেন। তখন আপনি একাউন্ট সেল করতে পারবেন অথবা নিজেও ব্যবহার করতে পারেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।