আমাদের কথা খুঁজে নিন

   

iseoforum.com ফোরামে অংশ নিন - জিতে নিন পছন্দসই একটি ডোমেইন

আমার সাথে যোগাযোগ করতে http://bn.jinnatulhasan.com/blog এ ভিজিট করুন।
পোস্টটি সূত্র: iseoforum.com ফোরামে অংশ নিন - জিতে নিন পছন্দসই একটি ডোমেইন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের প্রসারের জন্য বেশ কিছুদিন আগে SEO Forum টি শুরু করি। দেখতে দেখতে ফোরামটি সামনের দিকে এগিয়ে চলেছে। এখানে আমরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, গুগল, ইন্টারনেটে আয়ের কৌশল, ব্লগিং ইত্যাদি বিষয়ে আলোচনা করি। গত এপ্রিল মাসে ডোমেইন জিতে নেবার প্রতিযোগিতাটি প্রথমবারের মতো শুরু হয়েছিল।

ফোরামটিতে মাস জুড়ে যারা অংশগ্রহন করেন, তাদের মধ্য থেকে সবোর্চ্চ অংশগ্রহনকারীকে / মন্তব্যকারীকে উপহারস্বরুপ একটি ডোমেইন কিনে কিংবা সমপরিমান মূল্য (৯.৯৯ মার্কিন ডলার) হাতে তুলে দেয়া হয়। গিফার খান স্পষ্ট ব্যবধানে গতবার প্রতিযোগিতাটি জিতে পছন্দসই ডোমেইন পেয়েছেন। যাহোক, প্রতিযোগিতাটি আবার শুরু হতে যাচ্ছে। ১লা জুলাই,২০০৯ থেকে ৩১শে জুলাইয়ের মধ্যে সবোর্চ্চ সংখ্যক আলোচনায় অংশগ্রহনকারী সদস্যকে একটি ডোমেইন উপহার দেয়া হবে। শর্ত একটি – শুধুমাত্র ‘হাই’, ‘হ্যালো’, ‘থ্যাংকস’ মন্তব্যগুলোকে গণনায় আনা হবে না, ধন্যবাদ দিতে হলে কষ্ট করে দুইটি বাক্য লিখুন।

অন্তত দুইটি পূর্ণ বাক্য আছে এমন মন্তব্যই কেবল গণনায় গ্রহন করা হবে। প্রতিটি মন্তব্যের ক্ষেত্রে ইংরেজি ভাষা ব্যবহার করতে হবে যাতে অন্য ভাষাভাষী সদস্যরাও আলোচনায় অংশ নিতে পারে এবং পারস্পরিক জ্ঞানের আদান প্রদানে আমরা প্রত্যেকেই লাভবান হতে পারি। তাহলে আর অপেক্ষা কিসের? আজই যোগ দিন আমার ফোরামে এবং জিতে নিন একটি ফ্রি ডোমেইন। ফ্রি ডোমেইনের সাথে আরও যেসব সুবিধা পাচ্ছেন তার বিবরন পাবেন এখানে । আরেকটি কথা বলে নেই, আপনার যদি কোনো হোস্টিং নাও থাকে তবুও ডোমেইনের সাথে blogger.com হোস্টিং ব্যবহার করে ব্লগিং চালিয়ে যেতে পারবেন।

সবাই আপনার ওয়েবসাইটে দেখতে পাবে আপনার ডোমেইনের ঠিকানা অথচ আপনি ব্যবহার করছেন blogger.com এর ব্লগ! গণনার সুবির্ধাথে অনুগ্রহ করে আমার ব্লগে মূল পোষ্টে মন্তব্য আকারে ফোরামে আপনার নিকসহ অংশগ্রহনের ইচ্ছা জানিয়ে দিন। এতে করে ফোরামের মডারেটরগণ সহজেই প্রতিযোগিতায় অংশগ্রহনকারীদের পোষ্ট গণনা করতে পারবেন। সবাইকে অশেষ ধন্যবাদ, শুভেচ্ছা রইল সবার জন্য। ============================================= সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এবং ইন্টারনেটে আয়ের কৌশলগুলো নিয়ে আলোচনার জন্য বেশ কিছুদিন হল আমি একটি ফোরাম খুলেছি, ফোরামটি ঠিকানা সার্চ ইঞ্জিন এবং এডসেন্স ফোরাম , এখানে আমরা বিভিন্ন বিষয়ে আলোচনা করি। আপনি যদি এখনও সদস্য না হয়ে থাকেন, তবে আজই সদস্য হয়ে যান এবং আলোচনায় অংশগ্রহন করা শুরু করে দিন।

আশা করি আলোচনার মাধ্যমে অনেক জটিল বিষয়ে বিস্তারিত জানতে পারবেন। ============================================= আপনার পক্ষে কি প্রতিদিন আমার ব্লগে আসা সম্ভব হয় না? তাহলে আপনি আমার ইমেইল নিউজলেটার সাবসক্রাইব করতে পারেন। এর মাধ্যমে আমি নতুন কোনো ব্লগ পোষ্ট করলে আপনি স্বয়ংক্রিয়ভাবে তার সন্ধান পেয়ে যাবেন আপনার নিজের ইমেইলের ইনবক্সে। আশা করি এই ফিচারটি বার বার আমার ব্লগে আসার পেছনে আপনার অনেকটা সময় বাঁচিয়ে দেবে। =============================================
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।