আমাদের কথা খুঁজে নিন

   

মহাজোট সরকারের মন্ত্রী, এমপিদের বানী চিরন্তনী।

"বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র" বর্তমান মহাজোট সরকারের মন্ত্রী, এমপিদের বিভিন্ন সময়ে ও প্রেক্ষাপটে দেয়া বানী চিরন্তনী সমগ্র (নিয়মিত আপডেট হবে)। ☃ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতঃ ✗ “ব্যাংকিং খাতে পৃথিবীজুড়ে জালিয়াতি হয়, নানা 'দুষ্টুমিও' হয়। বাংলাদেশেও হয়েছে। তবে এটা ভয়ঙ্কর কিছু নয়। দুষ্ট প্রতিষ্ঠান হলমার্ক জালিয়াতির মাধ্যমে ব্যাংকের টাকা আত্মসাৎ করেছে।

এ বিষয়টি নিয়ে বুদ্ধিজীবী ও ব্যাংকাররা হৈচৈ শুরু করেছেন। তাদের চরিত্রই হৈচৈ করা। যারা এ চিৎকার-চেঁচামেচি করেন তারা দেশের মঙ্গল চান না, তারা দেশের শত্রু। “ ✗ 'চার হাজার কোটি টাকা তেমন বেশি নয়'। ✗ “শেয়ারবাজারও হলমার্কের মতো 'দুষ্ট'” ✗ 'শেয়ারবাজার কেলেঙ্কারির হোতাদের হাত সরকারের চেয়েও লম্বা' ✗ 'ড. ইউনূস দেশের একমাত্র সমস্যা' ✗ 'এক দিন বাজারে কম যান' ✗ 'আমি আর মন্ত্রী হতে চাই না, তবে এমপি হব', ✗ 'অবসরে আমি অর্থনৈতিক রিপোর্টারদের প্রশিক্ষক হতে চাই, আমার অতিকথনে সংবাদমাধ্যম ও বুদ্ধিজীবীরা দোষেন, এটা রাবিশ, তারা এখন আমাকে বিট করেছেন।

' বোনাসঃ 'রাবিশ', 'বোগাস', 'ননসেন্স' ‘দুষ্টু’ শব্দগুলো অর্থমন্ত্রীর ট্রেড মার্ক করা শব্দ বলেও জনমনে প্রচলিত। ☃ স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরঃ ✗ 'বিশ্বজিৎ দাস হত্যাকাণ্ডের সঙ্গে ছাত্রলীগ কোনোভাবেই জড়িত নয়। ' ✗ 'পুলিশ কি আঙ্গুল চুষবে?' ✗ 'সাহারা খাতুন পঁচাত্তরের পরে সবচেয়ে সফল স্বরাষ্ট্রমন্ত্রী', ✗ 'বাংলাদেশের মতো একটি ঘনবসতিপূর্ণ দেশে প্রতি ঘরে ঘরে নিরাপত্তাবাহিনী দিয়ে নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। ' ✗ 'দেশে শান্তি ও শৃঙ্খলা বজায় আছে' বোনাসঃ সাংবাদিক দম্পতি সাগর-রুনিকে নিয়ে আপত্তিকর বক্তব্য দিয়ে পরে নিজের বক্তব্য প্রত্যাহারও করেন তিনি। ☃ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনঃ ✗ “কারো বেড রুমের পাহারা দেয়া সম্ভব নয়” ✗ 'ঈদে বাসায় তালা লাগিয়ে যাবেন'।

✗ 'স্বাধীনতার ৪০ বছরের মধ্যে বর্তমানে আইনশৃঙ্খলা সবচেয়ে ভালো', ✗ 'ফেলানী ভারতের নাগরিক, তার পরও বাংলাদেশ তার জন্য অনেক কিছু করেছে', ✗ 'পুলিশ আগের চেয়ে অনেক ভালো হয়েছে', ✗ '৪৮ ঘণ্টার মধ্যেই সাংবাদিক সাগর-রুনি হত্যাকারীদের খুঁজে বের করা হবে' ✗ 'ছাত্রলীগের মধ্যে ছাত্রশিবির ঢুকে সারা দেশে দলীয় কোন্দল সৃষ্টি করছে' ✗'যারা বাসাবাড়িতে বা দোকান বন্ধ রেখে ঢাকার বাইরে যাবেন, তাদের ঠিকমতো তালা বন্ধ করে যেতে হবে' ✗ 'গত সাড়ে তিন বছরে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী কোনো কাজে ব্যর্থ হয়নি' ☃ সাবেক বাণিজ্যমন্ত্রী লে. কর্নেল ফারুক খানঃ ✗ 'রাস্তাঘাটের কিছু দুরবস্থা ছাড়া দেশে আর কোনো সমস্যা নেই'। ✗ 'কম খান, সব ঠিক হয়ে যাবে' ✗ 'খাবারের প্রতি লালসা কমান, তাহলে ব্যবসায়ীরা উচিত শিক্ষা পাবেন', ✗'আগেকার মানুষ কম খেত বলে বেশি দিন বাঁচত'- ☃ নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানঃ ✗ 'গরু-ছাগল চিনতে পারলে লাইসেন্স' ✗ 'প্রধানমন্ত্রীর অভিজ্ঞ ড্রাইভারও ক্লাস ফাইভ পাস', ✗ 'চালকরা সিগন্যাল চেনে, গরু-ছাগল চেনে, ভেড়া-মহিষ-মানুষ চেনে, সুতরাং তাদের লাইসেন্স দেওয়া যায়'। ✗ 'জিয়াউর রহমান যদি স্বাধীনতার ঘোষক হতে পারেন তবে আমিও স্বাধীনতার ঘোষক' ✗ 'আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান মদ-জুয়া হারাম করেছিলেন' ✗ 'এনকাউন্টারে সন্ত্রাসী নিহত হলে মানবাধিকার লঙ্ঘিত হয় না'। ✗ 'হারামজাদা, চোখ তুলে নেব' (আরটিভির অনুষ্ঠানে বিএনপি নেতা ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে উদ্দেশ করে) ☃ সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তঃ ✗ 'রেলের লোকসানের পেছনের কালো বিড়ালকে খুঁজে বের করব। ' ✗ “কালো বিড়াল খুঁজতে গিয়ে আমাকেই খামচে দিয়েছে” ✗ 'বাঘে ধরলে ছাড়ে, শেখ হাসিনা ধরলে ছাড়ে না'।

☃ কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীঃ ✗ 'আওয়ামী সরকার চালের দাম কমিয়েছে' ✗ 'আপনারা ফতোয়া দেন নারী নেতৃত্ব হারাম আর বেগম জিয়ার পাশে বসলে খালি আরাম আর আরাম'। ✗ 'বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়াকে আত্মসমর্পণে বাধ্য করা হবে। ' ☃ স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামঃ ✗ 'হোয়াইট ওয়াইন স্যান্ডউইচ খেলে নোবেল পাওয়া যায়' ✗ “এসব অতীতে ঘটেছে, এখনো ঘটছে এবং ভবিষ্যতেও ঘটবে। এগুলো নিয়ে রাষ্ট্র খুব বেশি চিন্তিত নয়। " (সীমান্তে হত্যা প্রসঙ্গে) ☃ পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেনঃ ✗ 'আওয়ামী লীগ ছাড়া অন্য কারও চাকরি হবে না' ✗ 'সব বাঁধেই ক্ষতি হয়, তবে টিপাইমুখে ক্ষতি হবে কি না ভারতের কাছে জানতে হবে'।

✗ 'বাঁধ নির্মাণের পর কী ধরনের বিরূপ প্রতিক্রিয়া হয় তা দেখে সরকার ব্যবস্থা নেবে'। ☃ পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনিঃ ✗ ' 'তিস্তা চুক্তি সই নিয়ে দেড়-দুই বছরে এত হতাশ হয়ে পড়ার কী আছে! চুক্তি সইয়ের ব্যাপারে আমি আশাবাদী। তবে দিনক্ষণ বলাটা সম্ভব নয়। কারণ আমি গণক নই। ' ✗ 'আওয়ামী লীগে স্বাধীনতা বিরোধী কিংবা যুদ্ধাপরাধী নেই' ✗ 'কোনও কোনও ইস্যুতে কিছু ছাড় দিলে দেশপ্রেম কমে না।

বরং এর মাধ্যমে সম্পর্ক আরও দৃঢ় হয়। ' (ভারতের সঙ্গে সম্পর্কোন্নয়ন প্রসঙ্গে) ✗ “সীমান্তে সকল হত্যাকাণ্ড বন্ধ করতে হবে। সীমান্তে হত্যাকাণ্ড বন্ধে দুই দেশের সরকার আন্তরিকতার সাথে কাজ করছে। এজন্য সাম্প্রতিক সময়ে সীমান্তে হত্যাকাণ্ড কমে এসেছে। ” ✗ 'ভারত আমাদের পরীক্ষিত বন্ধু' ✗ 'বন্যার ক্ষয়ক্ষতি কমাতেই টিপাই বাঁধ দিচ্ছে ভারত' ✗ 'তত্ত্বাবধায়ক ছাড়াও নিরপেক্ষ নির্বাচন সম্ভব' বোনাসঃ বিদেশ সফরে রেকর্ড সৃষ্টি করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি (এখন পর্যন্ট ৬৮ বার।

দেশের বাহিরে ছিলেন প্রায় ১৮০ দিন) ☃ সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনঃ ✗ "পদ্মা সেতু নির্মাণে কোন ধরনের দুর্নীতি হয়নি। " ✗ "উইকিলিকসের তথ্য ভুল" ✗ "আমি পরীক্ষিত, দুদক থেকে আমার সার্টিফিকেট আছে" ✗ "সমস্যা কী? আমি সৎ, স্বচ্ছ ও পবিত্র মানুষ। আল্লাহর নজরদারিতেও তো রয়েছি। " ✗ "বিশ্বব্যাংক একদিন লজ্জিত হবে" (তথ্যসুত্রঃ ১. বাংলাদেশ প্রতিদিন ও ২. অন্যান্য পত্রিকা)  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.