কে বানাইল তুমায় এত সুন্দর করিয়া,
বাসা বাড়ীর ময়লা আর আবর্জনা দিয়া।
তুমি কত সুন্দর , কত সুবাস ময়ী,
ডাহা শহর গন্ধ বিলাইয়া
হয়েছো জয়ী।
সিটি কর্পোরেশনের কোন কাপর নাই
তুমাকে দেবার,
তাইতো তুমি উল্ঙ্গ দেখি বার বার।
তুমি থাক বাস স্ট্যান্ড এর পাশে,
বাস থামলেই, সুবাস চলে যায় সবার কাছে।
জামাই এর মত রুমাল ধরি মুখে,
তাও সুবাস চলে যায় ,
ঠেকাইতে পারিনা তারে,
তখন সুবাসে আমার পেট ভরে।
এমনি সুবাসে ভরবে আমার পেট,
যতদিন রবে ডাস্টবিন এন্ড বাস স্ট্যান্ড এড।
সিটি কর্পোরেশনের টনক নরবে কি....?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।