আমাদের কথা খুঁজে নিন

   

সেমতি সত্য পরিহার

অথচ বাঁচার মতন সুখ কোথাও কখনো আর ছিলনা...।

তোমার যে কী হয়, কী যে হয়! দিনমান বসে থেকে সূর্যোদয় সূর্যাস্ত দেখে যাও অন্ধ মেঘের সাথে কথা, নিয়ন আলোর সাথে কথা পুস্পের সঙ্গমে কিছুদিন-- তারপরে যে জরা সে জরা, যে ভার সে ভার তারপর পুরাতন আলোহীন সেই একই গুহা! দুয়ার খোলেনা আর, আলোরা আসেনা আর চেতনার বার্ধক্যে পৌছাও! জানালার পাশে এসে থামেনা সে কেতকীর বন বনেদী বিশাল বৃক্ষ বুড়ো হয়ে যায় বৈধেয় ব্যবস্থার হীন ব্রত নিয়ে থাকো, লিখে যেতে চাও শুধু দ্যুতিহীন অবাস্তব নাম নিজের নামের পাশে অপরের নাম জীবনের পাশে রাখো আরেক জীবন! নতুন মুখের পাশে নিজের আঁচিল খোঁজো, আদিম কাদায় ডুবে লবণ বিন্যাসে বিম্ব ক্ষরণ ঘটাও! কী যে হয়! নীলিমার কোন থেকে, কিছু কি পেরেছ নিতে? আবার তো ফিরে আসা, আবার রাগেশ্রী খোঁজা-ব্যর্থ আপ্যায়ন সময় সাপেক্ষে রেখে আপন আরক নিশ্চল বসে থেকে দিনের সমাপ্তি আর গোধূলির আলোছায়া খেলা দেখে যাও!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.