আমাদের কথা খুঁজে নিন

   

ডিএসটি (ডেলাইট সেভিং টাইম) এর খপ্পরে প্রথম ধরা খাওয়া !



মোটামুটি সবাই জানি গতকাল কালপুরুষদার বাসায় একটা জম্পেস আড্ডা হয়েছে রাত ১০.১৫ পর্যন্ত। তার পর কালপুরুষ দা ও ভাবী বাদে সবার যার যার বাসায় ফেরার পালা। যথারীতি একে অপরের সাথে বিদায় নিয়ে যাবার সময় দেখলাম আমি, রাতমজুর ও কেএস আমীন ভাই একই পথের পথিক। শেষে আমীন ভাই এর অনুরোধে আমি ও রাতমজুর উনার গাড়ীতে উঠলাম। রাতমজুর গুলশান-২ ও আমি গুলশান-১ গিয়ে নামলাম আমাদের বাসায় ফেরার সুবিধাজনক জায়গা বলে।

রাতে কি কি করলাম তা নাই বা লিখলাম...... যথারীতি সকালে ঘুম থেকে উঠতে দুই ঘন্টা দেরি। সচারচর প্রতিদিন ঘুম থেকে উঠি ৭.৩০ এ আজ উঠলাম ৯.৪০ এ। কারণ ব্যাচেলর বাসায় ব্যাচেলর জীবন জাপণ, তাই ডেকে ঘুম থেকে জাগানোর কেউ নেই। ...................................................। ...................................................।

...................................................। হঠাৎ পিসিতে ঘড়ির দিকে তাকিয়ে দেখি ১.০২ বাজে। তাড়াতাড়ি পিসি থেকে উঠে ওয়াস রুমে গিয়ে ধুয়ে মুছে মসজিদের দিকে দৌড় কারণ আমি বর্তমানে সাপ্তাহিক নামাজী তাই নামাজ মিস করা যাবে না। তিন মিনিটে মসজিদের কাছে গিয়ে দেখি লোকজন খুব কম। তিন তলা মসজিদের নীচতলা তে বেশি হলে ৩০ জন লোক বসে আসে।

মসজিদের ভিতরে প্রবেশ করার আগে মনে হলো আমরা তো এখন ডিজিটাল ডেলাইট সেভিং টাইম এর জুগে বাস করছি। আযানের বাকি এখনও ২৫ মিনিট। আর আমার গোবর মস্তিক কে বকা দিচ্ছিলাম এইভেবে যে, আযান না শুনে নামাজের জন্য দৌড়নোর তাগাদা দেওয়ার জন্য। যাই হোক, পত্রিকা পড়ে, টিভি টক শো দেখে শুনে বাজেটের কালোটাকা, সাদাটাকার কথা শুনি। আজ অতিরিক্ত সময়ে ইমাম সাহেবের বয়ানেও বাজেটের কালোটাকা, সাদাটাকার কথা জানলাম।

জয় তু ডিএসটি (ডেলাইট সেভিং টাইম)।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।