আমাদের কথা খুঁজে নিন

   

ডেলাইট সেভিং এবং কিছু কথা

ইহা এক খানা ভানান বুল সর্বস্ব ভ্লঘ !!!

আমি অত্যন্ত বিরক্ত। ডেলাইট সেভিং এর ঘোষনার পর প্রায় সব স্কুলগুলো তাদের সময় বদলে দিচ্ছে। কিছু কিছু অফিসেও এ ঘটনা ঘটছে। এই যদি হয় অবস্থা, তাহলে সময় এগিয়ে লাভ কি হলো? সরকার কি এ ব্যাপারে কঠোর হবেন না? ডেলাইট সেভিং কি একটা ঘড়ি ঘড়ি খেলা নাকি? মাইক্রোসফট একটা প‌্যাচ দিয়েছে, কিন্তু নোকিয়া দিলো না। আমার মোবাইলের যাবতীয় এপয়েন্টমেন্ট, টাস্ক এবং শিডিউল এ ভজঘট লেগে গেছে। টাইম জোন বদলে ব্যাংকক করে দিলাম, কিন্ত লাভ হলো না। সিংক করার সময় সব উল্টেপাল্টে যায়। ধুত্তোরি। আমি পুরো ব্যাপারটাতেই তাই অত্যন্ত বিরক্ত।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।