অন্যের থেকে ও অন্যরকম এমন কিছু করার শখ।
প্রিয় মাইকেল,
তুমি বেঁচে থাকেতই এমনভাবে অমর হয়ে গিয়েছিলে, তাই কখনো ভাবনাতেই আসেনি যে তুমি ও চলে যাবে। জীবনদ্বশায় এমন অমরত্বের স্বাদই বা কয়জন পায়। কতজনই বা পায় সারা পৃথীবিজুরে অগনিত ভক্তের এমন হৃদয় নিংড়ানো ভালবাসা। তুমি চলে গেলে কিন্তু একবার যদি জানতে বাংলাদেশ নামের এই দেশে কতটা জনপ্রিয় ছিলে তুমি।
এ দেশের প্রতিটি মানুষ কত ভালবাসত তোমায়। তুমি যখন র্ধমান্তরিত হয়ে মুসলমান হলে, তখন কত উছ্বাসই না ছিল আমাদের মধ্যে শুধু ধর্মীয় যোগ-সূত্র তৈরি হল তোমার আর আমাদের মধ্যে এই জন্যে। পপগান মানেই আমরা বোঝতাম তোমাকে, হাজারো তরুনের স্বপ্ন ছিলে তুমি। আজ তুমি নেই, তারপর ও সারাজীবন বেচে থাকবে এই পৃথীবিতে লক্ষ-কোটি ভক্তের হৃদয়ে, পরম আল্লাহ-তায়ালার কাছে শুধু এই দোয়ই করি তিনি যেন তোমার আত্নাকে বেহেশত নসীব করেন।
বিদায় মাইকেল, ভাল থেকো তুমি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।