আমাদের কথা খুঁজে নিন

   

গুলাবির ভাগ্য দেইখা সন্ন্যাস নিতে মন চায়......একটা দু:খী আজাইরা ফান পোষ্ট

ভালো লিখতে ইচ্ছা করে, কিন্তু পারিনা। সময়ের অভাবটা কারণ নাকি অজুহাত...

এই পোষ্টের কার্যকারণ জানতে হইলে আগে অধ্যাপক গুলাবী হনুমানের এই পোষ্টটা দেইখা আসেন তার পোষ্টে তার বর্তমান অবস্থার ছবি চাইয়া রিকোয়েস্ট করছিলাম। হেয় আমারে নিচের ছবিটা পাঠায়ছে। তার পোষ্টে একবার সবার সাথে শেয়ার করছি। পরে ভাবলাম নিজের দু:খের কথা কইয়া এট্টা পোষ্টাই।

হিমালয়ের গুহায় তার কায়কারবারটা দেখেন একবার!! দুই পাশের দুইজন নাকি তার সেবাদাসী আর হের ওইখানে নাকি নেট কানেকশান নিছে নেপালের রাজারে আশির্বাদ কইরা। সোফিয়ার সিডি হোম থিয়েটারে দিয়া নাকি হে ধ্যান করে। তয় সামুও নাকি ছাড়বো না। ওইখান থেইক্যাই ব্লগাইবো। ল্যাপটপটা দেখছেন? ডেল বইলাই মনে হইতাছে।

তার নাকি এট্টাই প্রবলেম.... হিমালয়ের গুহায়ও নাকি পাহাড়ী বড় বড় ছাগু পাইছে হে (ছবি দেয় নাই)। বড় করে দেখতে Click This Link আমি কই গুলাবি তুমারে বউ কইলো লুল আর হেই দু:খে নিলা সন্ন্যাস, তয় তুমার সন্ন্যাস দেইখা আমারো সন্ন্যাস নিতে মন চায়। আমার লগে কে কে আছেন আউয়াজ দিয়েন........ গুলাবীর খোঁজে নাকি আরো ...... আছে....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।