আমাদের কথা খুঁজে নিন

   

৩ মিনিটের মহাকাব্য

নিজেকে জানার চেষ্টা চলছে । কখনো জানতে পারলে বলবো । মাত্র ৩ মিনিটে থমকে গেল বাংলাদেশ, থমকে গেল সময়। তার সাথে থমকে দাঁড়ালো গোটা বিশ্ব। তিন মিনিটেই চোখের অশ্রুরা গড়িয়ে পড়ল উত্তপ্ত লাভা হয়ে।

শেষ হল সেই তিন মিনিট। রাজাকারদের ফাঁসির দাবীতে ১৮০ সেকেন্ডের এক নীরব হুংকার। যে হুংকার পৌঁছে গেল সকল বাংলাদেশীর হৃদয়ে। সেই হৃদয়টাকে করে তুলল আরও অনেক বেশি সাহসী, অনেক বেশি বলিষ্ঠ, আরও অনেক পরিণত। আমার ভাবতে অনেক ভালো লাগছে যে এই ৩ মিনিটে সারা বাংলাদেশ স্তব্ধ ছিল।

এমন একটা কথা তো ভাবাই যায় যে, কোন অফিসে কাজ হয়নি, কেউ কাউকে গালি দেয়নি, প্রেমিকও তার প্রেমিকার হাত ধরে বলেনি দু'টো ভালবাসার কথা। এই তিন মিনিটে সমগ্র জাতি স্তব্ধ হয়ে শুধু স্বপ্ন দেখেছে, স্বপ্ন দেখেছে একটা প্রিয় মাতৃভূমির, একটা কলঙ্কমুক্ত মাতৃভূমির। এমন কতটুকু ঘটেছে আমি তো নিশ্চিতভাবে বলতে পারব না, কিন্তু আমার ভাবতে অনেক ভালো লাগছে। একটা জাতির বিজয়নিশান বিশ্বের বুকে তুলে ধরার জন্য প্রচলিত অনেক কলা কৌশল আছে। কিন্তু আমরা জানি শুধু একটাই।

সেটা হল আমাদের অপরাজেয় দেশপ্রেম। আমাদের ইমোশন। আমাদের প্রতিবাদের বিচিত্রতা আমাদের করেছে ভয়ঙ্কর প্রতিবাদী। আমরা জানি কিভাবে দেশকে ভালবাসতে হয়। আমরা ভালবাসবোও... সরবে অথবা নিরবে।

কিন্তু কথা দিলাম, আমাদের ভালবাসায় কখনো ঘাটতি পড়বে না। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।