আমাদের কথা খুঁজে নিন

   

নিয়াজীর আত্নসম্পর্নের দলিল



নিয়াজীর আত্নসম্পর্নের দলিল বই থেকে কোটেশন হিসাবে আমি সংর করে রেখেছিলাম। ইন্টারনেটের এই যুগে এই তথ্যগুলো ওয়েবে ছেড়ে দিলাম যাতে যারা বই পড়তে অনাগ্রহ তারা এর থেকে কিঞ্চিত হলেও লাভবান হবেন। * 1969 সালে 25 শে মার্চ পাকিস্তানে 2য় সামরিক আইন বলবৎ হয় জেনারেল ইয়াহিয়া খানের মাধ্যমে। *1971সালে 7ই ডিসেম্বর পাকিস্তানে সাধারন নির্বাচন অনুষ্ঠিত হয়। *পূর্ব পাকিস্তানে 162টি আসনের মাধ্যমে 160টি আসন দখল করে আওয়ামীলীগ।

আর পশ্চিম পাকিস্তানে 138টি আসনের মাধ্যে 81টি আসন দখল করে পিপলস পার্টি। *12ই জানুয়ারী ইয়াহিয়া খান ঢাকাতে আসেন 1971 সালে। *14ই জানুয়ারী ইয়াহিয়া খান করাচীর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। *1971 সালে 27শে জানুয়ারী জুলফিকার আলী ভূট্রো ও তার দল ঢাকায় আসেন। *30শে জানুয়ারী 1971 সালে ভূট্রো ও তার দল ঢাকায় ত্যাগ করেন।

*15ইফেব্রেুায়ারী 1971 সালে জাতীয় পরষিদের ডাক দিলেন শেখ মুজিবুর রহমান প থেকে। *15ইফেব্রুয়ারী জাতীয় পরিষদ স্থগিত করে 3রা মার্চ 1971 সালে জাতীয় পরষিদ ঢাকাতে অনুষ্ঠিত হবে বলে ঘোষনা দিলেন জেনারেল ইয়াহিয়া খান। *17ইফেব্রুয়ারী ইয়াহিয়া খান তার বেসরকারী মন্ত্রীসভা ভেঙ্গে দেন। * 22শে ফেব্রুয়ারী 1971 সালে জেনালেল ইয়াহিয়া খান রাওয়ালপিন্ডিতে সামরিক গর্ভনদের সম্মলেন ডাক দেন। * 1লা মার্চ 1971সালে বেলা 1টা 5মিনিটে জাতীয় পরষিদের স্থগিত ঘোষনা দেন কোন নতুন তারিখ ছাড়া।

*2রা মার্চ ঢাকাতে হরতাল এবং 3রা মার্চ সারাদেশ ব্যাপি ধর্মগটের ঘোষনা দেন শেখ মুজিবুর রহমান 7ই মার্চ র্যন্ত সরকারকে সুযোগ দেন। *19ই মার্চ 1971 সালে ঢাকা সকল রাজনীতিবিতদের সাথে বসতে চাইলেন জেনারেল ইয়াহিয়া খান। কিন্তু মুজিব তা প্রত্যাখান করেন। *1লা মার্চ 971 সালে জেনারেল এস.এম.আহসান তার গর্ভনর পদ থেকে ইস্তেফা দেন এবং জেনারেল সাহেবজাদা ইয়াকুব খানকে তার দায়িত্ব বুঝিয়ে দেন। *জেনারেল সাহেবজাদা ইয়াকুব খান 5ই মার্চতার দায়িত্বপদ থেকে ইস্তেফা পাঠিয়ে দেন রাওয়ালপিন্ডিতে।

জেনারেল টিক্কা খান তার দায়িত্বভার গ্রহন করেন। * 6ই মার্চ 71 সালে প্রেসিডেন্ট ঘোষনা দেন 25শে মার্চ ঢাকায় জাতীয় পরিষদ অনুষ্ঠিত হবে। *7ই মার্চ 71 সালে জেনারেল টিক্কা খান 3:40 মিনিটে ঢাকায় আসেন এবং রাত 8:00 দিকে তার দায়িত্ব বুঝিয়ে নেন। *1971 সালে 15ইমার্চ বেলা 3:00টায় প্রেসিডেন্ট ঢাকায় আসেন। *1971সালে 18ই মার্চ মূল অপোরেশনরে পরিকল্পনা তৈরি করা হয় জেনারেল খাদিম রেজা এবং জেনারেল ফরমান বৈঠকে।

*1971সালে 20শে মার্চ প্রেসিডেন্ট ইয়াহিয়া খান ও জেনারেল টিক্কা খান তার অনুমোদন দেন এবং কিছু সংশোধন করেন। *1971 সালে 24শে মার্চ ভূট্রো ও তার দল ঢাকায় ত্যাগ করেন। *প্রেসিডেন্ট ইয়াহিয়া খান ঢাকায় ত্যাগ করেন 1971 সালে 25শে মার্চ সন্ধ্যায় 7:00টায়। *1971সালে 26শে মার্চ ঢাকা থেকে বিদেশী সাংবাদিকদের বহিষ্কার করা হয়। *11ইএপ্রিল 1971 সালে জেনারেল টিক্কা খানের সহযোগী হিসাবে জেনারেল আমীর আব্দুল্লাহ খান নিয়াজী আগমন করেন।

এবং সেই দিনই তার দায়িত্ব বুঝিয়ে নেন। *জেনারেল নিয়াজী তার সুবিধার্তে পূর্ব পাকিস্তানকে তিনটি অঞ্চলে বিভক্ত করে তিনজন জেনারেল অধীনে ন্যাস্ত করেন: 1) জেনারেল শাওকাত রেজা ---------------------পূর্বাঞ্চল সীমান্ত 2) জেনারেল হুসেন শাহ ---------------------উত্তর বঙ্গের দিকে 3) জেনারেল রহীম ---------------------প্রদেশের বাদবাকি অঞ্চলে। *মুক্তিবাহিনী তৈরির জন্য ভারত প্রথমে চার সপ্তাহে ট্রেনিং দেয় এবং পরে তা সময় সময় সীমা বাড়িয়ে আট সপ্তাহে করা হয়। *1লা সেপ্টম্বর 1971সালে জেনারেল টিক্কা খান তে তার গর্ভনরপদ থেকে অপসারিত করা হয়। *3রা সেপ্টম্বর 1971 সালে বিকাল 5:00টায় আক্তার এম এ মালিককে গর্ভনর পধে অধিষ্ঠিত করে শপথ করানো হয়।

শপথের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সবুর খান, ফজলুল কাদের চোধুরী এবং মোনেম খান। *14ই ডিসেম্বর 1971 সালে সকাল 11টায় তিনটি ভারতীয় মিগ বিমান গর্ভনরে হাউসে আক্রমন করে এবং প্রধান হলের ছাদগুলো গুড়িয়ে দেয়। গর্ভনর তৎনাৎ বিমান আক্রমন নিরোধক আশ্রয় ঢুকে পড়েন এবং পদত্যাগ পত্র লিখে ফেলেন। * 16ই ডিসেম্বর 1971সালে বিকালের দিকে ভারতীয় পূবাঞ্চল কমান্ডার জেনারেল জগজিৎ আরোরার নিকট জেনারেল নিয়াজীর তার আত্নসমর্্পনে দলিল স্বার করেন রমনা রেসকোর্স ময়দানে। * পুর্ব পাকিস্তানে যুদ্্বচলাকালীন দুটি অধিনায়কত্ব ও নিয়ন্ত্রন প্রতিষ্ঠিত করেন: 1) ঢাকা প্রদেশের জন্য ----------------- মেজর জেনারেল রাও ফরমান আলী।

2) প্রদেশের বাকি অঞ্চল -----------------মেজর জেনারেল খাদিম হোসের রেজা। *পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী মুজিবের রাজনৈতিক গুরো মি. এইচ.এস. সোহরাওয়াদর্ী 1963 সালে ডিসেম্বর মাসে বৈরুতে একটি হুটেল ক েমৃত অবস্থায় পাওয়া যায়। *7ই মার্চ 1971সালে পাকিস্তানে যুক্তরাষ্ট্রের দূত মি: ফারল্যান্ড মুজিবের সাথে দেখা করেন এবং সাফ জানিয়ে দেন বিচ্ছিন্নবাদী খেলার সাহায্যের আশায় তিনি যেন ওয়াশিংটনের দিকে না তাকান। (((নিয়াজীর আত্নসম্পর্নের দলিল- সিদ্দিক সালিক)))

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৮ বার     বুকমার্ক হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।