আমাদের কথা খুঁজে নিন

   

আমাদের তথাকতিথ সুশীলদের সুশীলতা। মিডিয়ার নিরপেক্ষতা। বর্তমান বাস্তবতা!

ধর্ম বিদ্বেষীরা আর কট্টর জামাতিরা তফাৎ যাও।

সানি লিওন একটা দুষিত বায়ু ছাড়লেও আমাদের বাংলাদেশী পত্রিকা প্রথম আলোর সাংবাদিকরা সেটা নিয়ে খুব সুন্দর করে নিউজ ছাপায়। পাকিস্তানের কোন না কোন মালালার জন্য আমাদের দেশের সাংবাদিক এবং তথাকতিথ সুশীলরা কিছুদিন আগে নিজেরা তো হট হইছিলই, তার সাথে সাথে অনলাইন অফলাইন পুরো হট করে ফেলছিল। আবার, আজকে যদি তারা এমন কোনও নিউজ শুনতে পেত যে, ""তরুণীকে যৌন হয়রানির দায়ে গ্রেফতার হলেন ইরানের ধর্মীয় নেতা...!! গত এক সপ্তাহ ধরে এ নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনার পর গত ৩১ তারিখ শনিবার ইরানের সময় রাত সাড়ে ১২টার দিকে তার নিজ প্রতিষ্ঠান থেকে গ্রেফতার করা হয় তাকে। ৭২ বছর বয়সী এ বুড়োর প্রতিষ্ঠানে থাকাকালীন সময়ে যৌন নিগ্রহের শিকার হয় ১৬ বছরের এক কিশোরী।

"" তাহলে দেখা যেত, প্রথম আলো সহ প্রত্যেকটা বাম নিয়ন্ত্রিত মিডিয়ার হেডলাইন থাকতো এই ব্যাপারটা। কম করে হলেও টানা ২/১ সাপ্তাহ এই ব্যাপারটা নিয়ে অনলাইনে মুসলমানদের ব্লিচিং পাউডার দিয়ে ধুয়ে ফেলত নাস্তিক/ইসলামবিদ্বেষী বামরা। ইসলাম নিয়ে যত প্রকার বাজে কথা আছে বলতো তারা। গালিগালাজ করে মুসলমানদের এমন অবস্থা করে ফেলত যে, মুসলিম হয়ে জন্ম নেয়াই যেন পাপ হয়েছে আমাদের। কিন্তু, তাহাদের দুর্ভাগ্য এবং আমাদের সৌভাগ্য যে, উপরের ঘটনাটি ইরানে ঘটেনি এবং কোনও মুসলিম ধর্মীয় নেতাও ব্যাপারটি ঘটায় নি।

ব্যাপারট ঘটেছে... ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে। এবং ঘটনাটি ঘটিয়েছে ৭২ বছর বয়সী ভারতের এক হিন্দু ধর্মীয় গুরু/নেতা। "সূত্র" আর তাই আজকে অনলাইনের সেইসব বামপন্থি সুশীলরা একদম নিশ্চুপ। একটা কথাও বলবে না তারা এই নিয়ে। আর ভারতের খাস দালাল প্রথম আলো সহ অন্যান্য বাম নিয়ন্ত্রিত পত্রিকা গুলাতে তো গুগল সার্চ বসিয়েও এই নিয়ে কোনও রিপোর্ট পেলাম না।

মনে হয় পাবোও না কখনো...। । এমনি হচ্ছে আমাদের তথাকতিথ সুশীলদের সুশীলতা। মিডিয়ার নিরপেক্ষতা। বর্তমান বাস্তবতা!! (NT: একটা কথা পরিষ্কার করে দেয়া ভালো।

কোনও ধর্মই মানুষ কে খারাপ শিক্ষা দেয় না। ধর্মকে পুংখানুপুঙ্খ মানে না/ মানতে পারেনা বলেই মানুষ খারাপ কর্ম করে। আর সেই খারাপ মানুষের খারাপ কর্মের দায়ভার কখনোই কোনও ধর্মের উপর বর্তায় না। । ) সব শেষে একটা ছবি।

ছবিটা আমার এই লেখার উদ্দেশ্য বুঝাতে সাহায্য করবে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।