দেশটা মানুষে রক্ত দিয়ে স্বাধীন করছে কথা বলার সময় বা ফেসবুক ষ্ট্যাটাস দেবার সময় আইন অনুযায়ি চলার জন্য নয়, আঁর ষ্ট্যাটাস আঁই দিয়ুম, যেনে খুশি য়েনে দিয়ুম, আঁই কেনে ষ্ট্যাটাস দিয়ুম ইয়ান কি তুরারে কয় দন পরিবুনা !!!
কম্পিউটার / ইন্টারনেট টিপস ও ট্রিকস পাওয়া যাবে এমন বাংলা ব্লগ সাইট ও বাংলা টেক ফোরামের লিংক প্রয়োজন। গুরুদের সাহায্য চাই। প্লিজ হেল্প...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।