কুড়াই প্রহরব্যেপে স্মৃতিলগ্ন ধূলি
আজকে তোমায় খুব যে মনে পড়ছে আবার
আমার চোখের সরোবরে তোমার সাঁতার
যাই হারিয়ে তোমার মাঝে
পেরিয়ে ত্রিতল কালের সীমা
হাতড়ে ফিরি অথৈ পাথার
বনমহুয়ার গন্ধে বিভোর তুরীয় সেই বেঘোর বিহার
তোমার মনের কুঞ্জবনে আজকে কি তার
ছিটেফোঁটা নেইকো জমা শুষ্ক কোনো পাতার ভাঁজে?
কিংবা কি তার একটু কাঁপন হঠাৎ বাজে
পত্রবিহীন সেই সে মরা গাছের ডালে?
একটা সময় ছিল যখন আমরা দু'জন
কল্পনাতে তরল চোখে সরলরেখা বিভাগ করে
নাম থুয়েছি দু'ভাগ দু'জন
যখন নিবিড় আলিঙ্গনে বিভাজ্যতার ঊর্ধ্বলোকে
শক্তি-শিবের কোন সেজেছি
নিগূঢ় নিঝুম শুদ্ধ প্রেমে বিমূঢ় হয়ে
শূন্য নামের নিরেট নিপাট বৃত্তরূপী কেন্দ্রে বিবশ
নিরঞ্জনের অলোকধামে সুপারসনিক গুঞ্জরণে
মৌন মুখর মুগ্ধ মোহে অভিন দোঁহে
তাথৈ তুমুল নৃত্য করি
চকোর চোখে মায়ার ভুবন সৃজন করি--
ব্রহ্মনাদে আবেশ ভেঙে কালের খেয়ায় হই সোয়ারি।
সেই যে সখি
আমরা দু'জন চখাচখি
বৃষ্টি যেচে নদীর চরে চঞ্চু তুলে
সজল-সঘন মেঘ চেয়েছি উতল প্রাণে
তাকিয়ে অধীর আকাশ পানে
কোন পাতালের অতল বাগে পারিজাতের ফুল হয়েছি।
আজকে সুজন কোথায় তুমি?
এই যে আমি
অন্তিমে হায় শূন্যে উড়াল সাঙ্গ করে
কুলায় ফিরে
অবাক-সবাক হাজার স্মৃতি সাক্ষী রেখে
তোর বিরহের জারণ পিয়ে তৃপ্তি ভরে
স্বপ্নলোকের বন-বীথিকায়
এই অবেলায় মগ্ন এখন ভগ্ন-হৃদয় জোড়ার খেলায়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।