শ্রদ্ধা আর মমতাই তোমাকে জয়ী করতে পারে; তুমি তোমার জ্ঞান প্রয়োগ কর।
যুবকের ব্যবহারে মুগ্ধ হলেন মিসেস ম্যালঅ্যাপ্রপ (Malaprop)—ভদ্র মার্জিত আচরণের শীর্ষ (pinnacle) নিদর্শন বলা যায় একে। "He is the very pineapple of politenes." আবেগমাখা প্রশংসায় বলে উঠেন তিনি।
নীল নদের পাড়ে রোদ পোহানো একরোখা, একগুঁয়ে কুমিরদের (alligator) কথা মনে পড়ল ম্যালঅ্যাপ্রপের, সেই সাথে কুমির মনোভাবের আরেকজন মানুষের কথা। "He’s as headstrong as an allegory on the banks of the Nile." সঠিকভাবে (!) তুলনাটি ভাষায় প্রকাশ করতে পেরে আনন্দিত হলেন তিনি।
ভাতিজির উপর নিজের প্রভাবের (influence) কথা স্যার অ্যান্থনির কাছে ব্যক্ত করতে গিয়ে ম্যালঅ্যাপ্রপ বলেন, "I am sorry to say, Sir Anthony, that my affluence over my niece is very small."
রিচার্ড শেরিডানের ১৮ শতকের বিখ্যাত কমেডি "The Rivals"-এর মজার চরিত্র, মিসেস ম্যালঅ্যাপ্রপ যখনই মুখ খুলতেন কথা বলার জন্য, হাস্যোদ্দীপক সব শব্দ ঢুকে যেত তার বাক্য সমূহে, আর চারপাশে ছিটকে উঠত হাসির ফোয়ারা।
ম্যালঅ্যাপ্রপের নাম থেকে আমরা পাই Malapropism শব্দটি, যার মানে
"[অজ্ঞতার কারণে] সাধারণত অনভিপ্রেতভাবে শব্দের অপপ্রয়োগ বা বিকৃতি—বিশেষ করে, প্রায় সমোচ্চারিত কিন্তু হাস্যকরভাবে ভুল একটি শব্দ দিয়ে অন্যএকটি যথার্থ শব্দকে প্রতিস্থাপিত করে ফেলা। " সংক্ষেপে বললে,
"ভাষার [শব্দ] প্রয়োগে হাস্যকর ভুল। "
The Rivals রচনার সমসাময়িক যুগে ইংলিশ নাট্যচরিত্রের নামকরণে প্রায়ই পরোক্ষ ঈঙ্গিত থাকত; কাজেই ধারণা করা হয় শেরিডান মিসেস ম্যালঅ্যাপ্রপের নামটি ঠাট্টার ছলে malapropos শব্দটির সাথে মিল রেখে সৃষ্টি করেছিলেন। Malapropos একটি বিশেষণ বা ক্রিয়াবিশেষণ যার মানে অনুপযুক্ত বা অনুপযুক্তভাবে।
তবে ভাষার প্রয়োগে সোয়া দু'শ বছর দখল করে রাখা মিসেস ম্যালঅ্যাপ্রপের অনন্য স্থানটি মারাত্মক হুমকির মুখে, Bushism(http://en.wikipedia.org/wiki/Bushism)-এর প্রভাবে। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্টের কিছু বাক্যের নমুনাঃ
১। They misunderestimated me.
২। Families is where our nation finds hope, where wings take dream.
৩। I want to thank you for taking time out of your day to come and witness my hanging. (টেক্সাসের অস্টিনে তার ছবি টাঙানো উপলক্ষে)
৪।
Our enemies are innovative and resourceful, and so are we. They never stop thinking about new ways to harm our country and our people, and neither do we।
বুশিজমে বুশের বাবার কথাও পরিলক্ষিত হতে পারে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।