আমাদের কথা খুঁজে নিন

   

এসো বই পড়ি!!!

এইখানে শায়িত আছেন বাংলা ব্লগ ইতিহাসের কলঙ্ক...
নেটে তথ্য সংগ্রহ করতে আসেন বা নিতান্তই ব্রাউজিং করেন এমন যে কারো কাছে উইকিপিডিয়া নামটি অজানা নয়। শুধুমাত্র ইউজার কন্ট্রিবিউটেড তথ্য দিয়ে অনলাইনে এতো বড় একটি প্রজেক্টে গড়ে তোলা সম্ভব হবে তা প্রথমে হয়তো কেউই কল্পনা করতে পারেননি। কিন্তু উইকিপিডিয়া পেরেছে, এবং শুধু পেরেছে তাই নয় - কাজটা করেছেও রাজকীয় ভঙ্গিমায়। উইকিপিডিয়ার মোট তথ্যের পরিমাণটা অকল্পনীয়। উইকিপিডিয়ায় সর্বশেষ আজকের হিসাব অনুযায়ী মোট ২৯ লক্ষ ১৯ হাজার ৪৯৯টি ইংরেজী নিবন্ধ আছে - অর্থাৎ প্রায় ৩০ লক্ষ।

যখনই আমরা কোন Encyclopedia এর কথা বলি খুব স্বাভাবিকভাবেই যে নামটা মুখে চলে আসে সেটি হলো Encyclopedia Britanica এর। Encyclopedia Britanica সর্বশেষ সংস্করনে (১৫ তম) মোট খন্ড সংখ্যা হলো ৩২ টি (Micropædia, Macropædia ও Propædia সহ): ছবি সূত্র: উইকিপিডিয়া এ তো গেলো Encyclopedia Britanica এর কাগজে প্রকাশিত সংস্করণের কথা, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন সমগ্র উইকিপিডিয়াকে এভাবে বই আকারে প্রকাশ করলে তার আকারটা কি রূপ দাঁড়াবে? আপনি ভেবে দেখুন আর নাই দেখুন উইকিপিডিয়া কিন্তু ঠিকই ভেবে দেখেছে। উইকিপিডিয়ার মতে Encyclopedia Britanica এর প্রিন্টিং পদ্ধতি অনুসরণ করে একই রকম ফন্ট, ফন্ট সাইজ, স্পেসিং ঠিক রেখে উইকিপিডিয়াকেও অনুরূপ খন্ড আকারে প্রকাশ করলে তার আকার দাঁড়াবে Encyclopedia Britanica এর ৯৫৩ টি খন্ডের সমান!!! নিচে দেখুন উইকিপিডিয়া থেকে সংগৃহীত একটি ছবি যেখানে দেখানো হয়েছে এই ৯৫৩ টি খন্ড কতো যায়গা নিবে: ছবি সূত্র: উইকিপিডিয়া প্রশ্ন করতে পারেন কেন এসব কথা বলছি। কারন অতি-সম্প্রতি ইংল্যান্ডের সাসেক্সের ২২ বছর বয়সী একজন গ্রাফিক্স ডিজাইনার স্টুডেন্ট রব ম্যাথেউজ (Rob Matthews) উইকিপিডিয়ার ৪৩৭টি ফিচারড আর্টিকেলের সমন্বয়ে একটি বই প্রিন্ট করেছেন। এই ৪৩৭টি আর্টিকেলের সমন্বয়ে বানানো বইটি মূল উইকিপিডিয়ার ০.০১% মাত্র! বইটিতে মোট ৫,০০০ এর উপরে পাতা আছে এবং বইটির পুরুত্ব হচ্ছে ১ ফুট ৭ ইঞ্চি!! বইটির প্রচ্ছদে লেখা Wikipedia - The free encyclopedia এবং সাথে উইকিপিডিয়ার লোগোটি পুরোটাই সোনালি রঙে।

রব ম্যাথিউজকে জিজ্ঞেস করা হয়েছিলো কতোটা কঠিন ছিলো এ কাজটি? জবাবে ম্যাথিউজ স্বীকার করেছেন যে এরকম একটা বড় কাজ করতে তাকে কম ঝক্কি পোহাতে হয়নি। বিশেষতঃ বইটি তৈরি করতে এমন কিছু প্রযুক্তির সমন্বয় ঘটানো হেয়ছে যেগুলো এরকম বিশাল প্রোজেক্টের জন্য মোটেও উপযোগী নয়। বইটির বাঁধাই প্রক্রিয়াকে ম্যাথিউজ সবচেয়ে কষ্টের বলে উল্লেখ করেছেন। বইটি নিয়ে কি করবেন - এ প্রশ্নের জাবাবে ম্যাথিউজ বইটি বিক্রি করার ইচ্ছ ব্যক্ত করেছেন। (হাইস্যা মরি! বইয়ের উপরে লেখা Wikipedia - The free encyclopedia আর বই সে বিক্রি করতে চায়! ) বইটির ব্যাপারে মানুষের প্রতিক্রিয়ায় ম্যাথিউজ বেশ আশাবাদী।

ম্যাথুউজ বলেন - "বইটির ব্যাপারে মানুষের প্রতিক্রিয়া বেশ ভালো। বইটা দেখে মানুষ হাসে, সেটাই বা কম কি!" আর হাসবে নাইবা কেন বলুন? আপনিই একবার সচক্ষে দেখে নিন না বইটা ↓ তথ্য ও ছবি সূত্র: উইকিপিডিয়া সংবাদ সূত্র: টেলিগ্রাফ
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।