The most beautiful thing is to see a person smiling And even more beautiful is, knowing that you are the reason behind it!!!
বয়স মাত্র দুই৷ সাইবার জগতে জন্ম বলে বয়সের হিসেবটা বড় নয়; বড় পরিচয় তার বিস্তারে, বিস্তারের পরিধিতে৷ দুনিয়ার আনাচে-কানাচে এমনই সমাদর তাদের যে, মার্কিন সরকারও সাহায্য চাইছে ইন্টারনেট ভিত্তিক সামাজিক সংস্থা টুইটারের কাছে।
বড় বড় ঘটনার সময় প্রচলিত সংবাদ মাধ্যমগুলোকে সীমাবদ্ধতার নানা জালে আটকা পড়তে দেখা যায়৷ ঘরে ঘরে ইন্টারনেটের প্রবেশ যোগাযোগের প্রায় সব অর্গল ভেঙ্গে দেওয়ায় এসব সময় অনেককেই মুখাপেক্ষী করে তোলে কম্পিউটার ভিত্তিক এ মাধ্যমটি৷ আর টুইটার এই সুযোগে অজানা অনেক খবর তুলে এনে মিটাচ্ছে মানুষের তথ্য ক্ষুধা৷ ছোট ছোট ব্লগে মানুষ টুইটারে অকপটে বলছে নিজের কথা, আশ-পাশের কথা৷
ভারতের মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার সময় এরকম তথ্য দিয়ে সাড়া ফেলেছিল তারা৷এবার ইরানের নির্বাচন ঘিরে দেশটিতে সৃষ্ট আন্দোলন-সংগ্রাম আর নিপীড়ন-নির্যাতনের তথ্য দিয়ে এমনই জোয়ার তুলেছে টুইটার যাতে মার্কিন সরকার দ্বারস্থ হয়েছে তাদের৷
বার্তা সংস্থা এএফপি বলছে, ইরানের ঘটনার কারণে মার্কিন পররাষ্ট্র দপ্তর টুইটার কর্তৃপক্ষকে রক্ষণাবেক্ষণ কাজ আপাতত ক'দিনের জন্য স্থগিত রাখতে অনুরোধ করেছে৷ রক্ষণাবেক্ষণের জন্য গত সোমবার থেকে ওয়েবসাইটটি বন্ধ থাকার কথা ছিল৷
বিখ্যাত সংবাদ সাময়িকী টাইমের প্রচ্ছদ কাহিনী হওয়ার পর এবং আলোচনা অনুষ্ঠানের নামজাদা উপস্থাপক ওপরাহ উইনফ্রে ওয়েবসাইটটির ব্যবহারকারী হিসেবে নিবন্ধিত হওয়ার পরপরই এঘটনা ঘটলো৷
যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো ভিত্তিক ইন্টারনেট সামাজিক সংস্থাটির অন্যতম প্রতিষ্ঠাতা বিজ স্টোন পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুরোধকে নিজেদের বৈশ্বিক গুরুত্বের সূচক হিসবেই দেখছেন৷
মাসে মাসে টুইটারের ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে৷ কমস্কোর নামে এক প্রতিষ্ঠানের জরিপ বলছে, গত এপ্রিলেই এর ইউনিক ইউজার বা অনন্য ব্যবহারকারীর সংখ্যা ছিল তিন কোটি ২১ লাখ৷ তবে মোবাইলসহ ইন্টারনেট সংযুক্ত বিভিন্ন যন্ত্রে এর ব্যবহারের কারণে ব্যবহারকারীর প্রকৃত হিসেব বের করা অত্যন্ত জটিল৷
এতসব অর্জনের পরও টুইটারের আর্থিকভাবে লাভজনক প্রতিষ্ঠান না হওয়ার কারণ হিসেবে এর অস্পষ্ট বিপণন পরিকল্পনাকেই দায়ী করছে বিশেষজ্ঞরা৷ এখনই না হলেও নিকট ভবিষ্যতে এর উজ্জ্বল ব্যবসায়িক উন্নতি দেখছেন অনেকেই৷
source: Deutsche Welle
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।