.
ফাঁসির পেন্ডুলামে সময়ের টিকটিক আরতি শেষে
আমাকে নিয়ে গেল অবারিত পাথুরে বেদীতে
জনতার বেদনার্ত ভীড় আর বিদ্রোহীর
বিদেহী আত্মার শেষকৃত্য সমাধা হয় অগ্ন্যুৎসবের বহ্নি জ্বেলে
বুনো প্রান্তরে আমি বেঁধেছিলাম নতুন বসতি
সমজীবনের পথে এগিয়ে যাব বলে
যদিও জেনেছি এভাবে এগোয়না জীবন
সভ্যতার লোহু ছাড়া এগোয়না কাল
তবু রক্তের দায় এড়াবো বলে
ততোধিক মানবিক পথে বাড়িয়েছি পা
সময় থাকেনা থেমে
পায়ে পায়ে এগিয়ে যায় তোমার কিংবা আমার সমাধি গড়ে
আমি দিয়েছি মূল্য জীবনের
তুমি থেকোনা বসে কেঁদে কেঁদে ভাসাতে বুক
শুধু একবার জাগো প্রেততাড়িত জনপদে
যদি জাগে পুনর্বার সময়ের স্রোত
রক্তের যমুনায় ডাকে নয়া কালবোশেখ
জাগতে দাও ডাকতে দাও
অবারিত আকাশ ঢাকেনা বিরহে ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।