সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে নেপালের বিরুদ্ধে হেরে যাওয়ায় বাংলাদেশের জন্য সেমিফাইনালের পথটা কঠিন হয়ে গেছে। আজকের ম্যাচে ভারতের বিরুদ্ধে জয় ছাড়া কোনো উপায় নেই। 'ডু অর ডাই' এই ম্যাচের আগে দলের দুর্বলতা, সম্ভাবনা এবং নানা দিক নিয়ে গতকাল বাংলাদেশ প্রতিদিনকে সাক্ষাৎকার দিয়েছেন জাতীয় দলের সাবেক কোচ শফিকুল ইসলাম মানিক।
আজকের ম্যাচে বাংলাদেশের সম্ভাবনা...
শফিকুল ইসলাম মানিক: নেপালের বিরুদ্ধে ম্যাচটা অনেক কঠিন ছিল। একে তো ওরা স্বাগতিক দল, তার ওপর দর্শকের চাপ।
তবে সে তুলনায় ভারতের বিরুদ্ধে ম্যাচ খানিকটা সহজই হবে। তাই বলে আমি ভারতকে 'ছোট' করে দেখছি না। নেপালের বিরুদ্ধে ম্যাচকে খেলোয়াড়রা যেন ফাইনাল হিসেবে নিয়েছিল। এ কারণে চাপটা বেশি ছিল। আমি মনে করি, কাল (আজ) জয় পাওয়া সম্ভব।
আগের ম্যাচের দুর্বলতা...
মানিক: খেলোয়াড়দের আত্দবিশ্বাসের অভাব ছিল। তাই নিজেদের সেরাটা দিতে পারেনি। দ্বিতীয়ত, আমাদের রক্ষণভাগ ওদের খেলোয়াড়দের ঠিক মতো মার্ক করতে পারেনি। আর মিডফিল্ডেও দুর্বলতা লক্ষ্য করেছি। তাছাড়া দুই গোল খাওয়ার পর লং পাস খেলাটা ঠিক হয়নি।
খেলোয়াড়দের ফিটনেস...
মানিক: খেলোয়াড়দের ফিটনেস নিয়ে এখনই কিছু বলবো না। টুর্নামেন্টটা শেষ হোক তারপর বোঝা যাবে। তবে নেপালের বিরুদ্ধে ম্যাচে কিছুটা ঘাটতি মনে হয়েছে। অতিরিক্ত চাপের কারণেও এটা হতে পারে।
কোচের কৌশল সম্পর্কে...
মানিক: এ ব্যাপারে এখনই কিছু বলা ঠিক হবে না।
তবে এটা বলতে পারি যে, ফুটবলারদের কোচের নির্দেশনা পুরোপুরি কাজে লাগানোর চেষ্টা করতে হবে। কোচের পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে।
খেলোয়াড়দের ইনজুরি প্রসঙ্গে...
মানিক: এই মুহূর্তে ইনজুরি তো অবশ্যই একটা বড় সমস্যা। সোহেল-মানুনুলের মতো খেলোয়াড়রা খেলতে না পারায় মিডফিল্ডে বলের নিয়ন্ত্রণ রাখাটা কঠিন হয়েছে। তবে এটা নিয়ে তো আর ভাবলে চলবে না।
কেননা দুই একজনকে নিয়ে তো আর বাংলাদেশ দল নয়।
খেলোয়াড়দের প্রতি উপদেশ...
মানিক: খেলোয়াড়দের আত্দবিশ্বাসের সঙ্গে খেলতে হবে। দৃঢ় মনোবল থাকলে অনেক সময় অসাধ্যও সাধন করা সম্ভব।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।