...
আপনারা জানেন নিশ্চয়ই গতকাল সকাল ৯:৪৫এ ছিলো ফেসবুকে গোল্ড রাশ। মানে ভ্যানিটি নেম দখল প্রতিযোগিতা।
এই প্রতিযোগিতায় এখন পর্যন্ত কিছু দারুণ ক্রিয়েটিভ নাম এসেছে।
আলোচিতগুলোর মধ্যে সবচেয়ে বাহবা পাচ্ছে http://facebook.com/default.aspx
যারা হালকা টেকি নলেজ রাখেন তারা জানেন এধরনের নাম নেয়া বেশ গর্বের ব্যাপার
ফেসবুক চলে PHP তে আর এখানে নামটি নেয়া হয়েছে ASP এর মূল ইন্ডেক্স পেজে'এর মতো করে।
আরো কিছু নামের তালিকা:
http://facebook.com/index
বুঝতেই পারছেন ইনডেক্স নাম নেয়াটাও গর্বের ব্যাপার
http://facebook.com/.htaccess
এটি আরো মজার! কেননা এই নামের ফাইল দিয়ে নিরাপত্তা এবং অারো অনেক ফীচার নিয়ন্ত্রণ করা হয়।
http://facebook.com/moc.koobecaf.www
এখানে ফেসবুক.কম কেই উল্টা করে লেখা!
Click This Link এখানে দেখুন অারো এমন নাম কেনা-বেচা হচ্ছে এমন চমকপ্রদ খবর!
কৃতজ্ঞতা: গুগল আংকেল এবং ওয়েবসাইট সিকিউরিটি বিশেষজ্ঞ ক্রিস শিফলেট
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।