আমাদের কথা খুঁজে নিন

   

ওয়ার্ডপ্রেসে সাইটের থিম ব্যাকআপ নেয়ার সবচেয়ে সহজ উপায়

ফেসবুক, ই-মেইল ও ইয়াহু মেসেঞ্জারে আমাকে এড করতে পারেন mdarafat2008@yahoo.com নতুন একটি ব্লগ চালু করতে গেলে প্রথমেই যেসব প্রশ্ন মাথায় আসে তার মধ্যে প্ল্যাটফর্ম বাছাই করার বিষয়টি অন্যতম। এ ব্যাপারে বহুল আলোচিত ইস্যু হচ্ছে “ব্লগস্পট নাকি ওয়ার্ডপ্রেস?”; এটি সত্যিই গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত। এক্ষেত্রে আপনি শৌখিন নাকি লেখার পাশাপাশি একটু আয়-ইনকামের প্রত্যাশাও করেন- এই দুটি মানদণ্ডের ওপর ভিত্তি করে প্ল্যাটফর্ম পরিবর্তিত হতে পারে। শুরুর দিকে কিছুদিন ব্লগারে ফ্রি পরীক্ষা-নিরীক্ষা চালানো ভাল। তবে ওয়ার্ডপ্রেসের ব্যপ্তি অনেক সুদূর প্রসারী।

ওয়ার্ডপ্রেস ব্লগ খোলার সময় অসংখ্য থিমের মাঝখান থেকে পছন্দসই থিমটি খুঁজে নেয়া বেশ কঠিন কাজ। তার উপর ফ্রি নাকি প্রিমিয়াম সেই প্রশ্ন তো রয়েই গিয়েছে। কিছুদিন আগে আমি গবেষণা, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক একটি ওয়ার্ডপ্রেস সাইট শুরু করেছি। , যার ঠিকানা হচ্ছেঃ http://www.banglatech24.com সেখান থেকে থিম বিষয়ক অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। আপনি যতই প্রিমিয়াম কিংবা ফ্রি থিম ব্যবহার করেন না কেন, ন্যূনতম কোডিং না করলে “এডমিন” হওয়ার মজা নিতে পারবেন না।

কারণ একটু আধুটু কাস্টমাইজেশন দরকার হবেই। থিমের কোডিং এডিট করে খুব সহজেই পেতে পারেন মনের মত একটি ব্লগ। অফলাইনে এসব করলে ঝুঁকি কম। কিন্তু সাইট অনলাইনে থাকাকালীন কোডিং করতে গিয়ে ভিজিটরের সামনে “আনস্ট্যাবল সিচুয়েশন” এর সম্মুখীন হতে পারেন। কেননা উল্টাপাল্টা কোড লিখে ব্লগের চেহারাও অনাকাংখিত হয়ে যেতে পারে।

এজন্য ওয়ার্ডপ্রেস ড্যাসবোর্ডে এপিয়ারেন্স ট্যাবে থাকা এডিটর মেন্যুতে গিয়ে লাইভ থিমের বিভিন্ন ফাইলের (যেমন স্টাইল, হেডার ইত্যাদি) কোড এডিট করে কাস্টম আউটপুট পাওয়া সম্ভব। এজন্য প্রথমেই আপনি যে ফাইলটি এডিট করতে যাচ্ছেন ডানপাশ থেকে সেটি ক্লিক করে কোড ওপেন করুন। এবার Ctrl+A প্রেস করে সমস্ত কোড কপি করে ডেস্কটপে নোটপ্যাড টেক্সট ডকুমেন্টে সেভ করে রাখুন। এবার অনলাইন আপনার মনের মত কোডিং করুন। ভুলকরে পুরো থিম আনস্ট্যাবল করে ফেললেও সমস্যা নেই- ডেস্কটপ থেকে কোডগুলো কপি করে ঠিক জায়গায় পেস্ট করে দিন, ব্যাস ফিরে পাবেন আপনার লাইভ সাইট! গবেষণা, বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে সর্বশেষ ও চমকপ্রদ সব খবর জানতে সবাইকে আমার সাইটে আসার আমন্ত্রণ জানাচ্ছি।

ভিজিট করুন http://www.banglatech24.com ফেসবুক পেজে লাইক করতে ভুলবেন না যেনঃ https://www.facebook.com/Banglatech24 অনেক ধন্যবাদ সবাইকে ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.