যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে
অফিস শেষ হয় পাঁচটায়, সন্ধ্যা হইতে তারপরেও দুইঘন্টা বাকী। বসে কয়, এত জলদি যাইয়া কি করবেন? মাগরেবের আজান দেউক! বস ইজ অলওয়েজ রাইট, কি আর করা। কিন্তু এখন ডেলাইট সেভের কারণের সন্ধ্যা হইবে দুইঘন্টার বদলে তিনঘন্টা পরে। তারমানে বস আবার ঐ একই কথা কইলে অফিসে আরো এক ঘন্টা বেশী থাকতে হইবে।
সকালে উঠতে হইবে আগে, অফিসে থাকতে হইবে বেশী।
এই ডেলাইট সেভ কোনভাবেই মানতে পারি না। আমগো মত ওয়ার্কারদের বেশী খাটানোর জন্যই সরকার এই ষড়যন্ত্র করছে। এই সরকাররে মাইনাচ, ডেলাইট সেভরে মাইনাচ।
ডেলাইটডিলিট করতে হবে। আরো এক ঘন্টা আগে সন্ধ্যা বানানো হউক, যেন তাড়াতাড়ি অফিস থাইক্কা বাইর হইতে পারি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।